পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন, ডিসেম্বরের মধ্যেই শেষ ফলপ্রকাশ
5 State election date declare

The Truth of Bengal: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ফলত প্রত্যেকটি রাজ্যেই রাজনৈতিক দলগুলি শুরু করে দিল, নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি।
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে অ্যাসিড টেস্ট হতে চলেছে চলতি বছরেই। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। ফলত এদিন থেকেই শুরু হয়ে গেল নির্বাচনী বিধি। সূত্রের খবর, তেলেঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর, ছত্তিশগড়ে হবে দু দফায় ভোট ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর, মিজোরামে ভোট ৭ নভেম্বর এবং রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। পাঁচ রাজ্যের নির্বাচনী ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।
তেলেঙ্গানায় মোট আসন ১১৯, ছত্তিশগড়ে মোট আসন ৯০, রাজস্থানে মোট আসন ২০০, মিজোরামে আসন সংখ্যা ৪০ এবং মধ্যপ্রদেশে ২৩০টি আসন রয়েছে।