রাজকোটের গেমিং জোনের অগ্নিকাণ্ডে ২টি পুলিশ ইন্সপেক্টর সহ সাসপেন্ড ৫আধিকারিক
5 officials including 2 police inspectors suspended in Rajkot gaming zone fire

The Truth Of Bengal : গুজরাটের রাজকোটে গেমিং জোনে শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লাগে ।আগুন ভয়াবহ আকার নেওয়ায় বিপদ হয়। প্রাথমিকভাবে ২০জনের মৃত্যু হলেও পরে সংখ্যাটা দাঁড়ায় ৩২জন। মৃতদের মধ্যে অন্ততঃ ৯জন শিশু রয়েছে বলে গুজরাট প্রশাসন সূত্রে জানা গেছে।সেই ঘটনায় ২পুলিস ইন্সপেক্টর, ৩ পুর আধিকারিক সহ ৫আধিকারিককে সাসপেন্ড করেছে গুজরাট প্রশাসন।এই টিআরপি গেমিং জোনে কোনও এনওসি ছিল না।
বদ্ধ জায়গায় থাকা এই গেমিং জোনে কেবল মাত্র একটি একজিট পয়েন্ট ছিল।যার জন্য এই ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও কেন এই রাজকোটে গেমিং জোন চলছিল তাই নিয়ে উঠছে প্রশ্ন।এর আগে রাজকোটের পুরপ্রধান নয়না পেধাদিয়া স্বীকার করেছেন যে এই গেমিং জোনে কোনও এনওসসি ছিল না।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লাগে।কিন্তু পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টা পরিষ্কার হবে না বলে গুজরাট প্রশাসন মনে করছে। বিজেপি শাসিত সরকারের গাফিলতিতেই এই ধরণের বেআইনি কাজকর্ম চলে বলে সরব বিরোধীরা।বিরোধীরা উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি তুলেছে।