দেশ

রাজধানীতে ভোটের আগে উদ্ধার ৪৭ লক্ষ টাকা, ঘটনার তদন্তে পুলিশ

47 lakh rupees recovered from the car before the polls, excitement in the capital

Truth Of Bengal : সামনেই রয়েছে দিল্লি বিধানসভার ভোট। আগামী ৫ ফেব্রুয়ারি সেখানে রয়েছে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। রাজনৈতিক দলগুলির প্রচার এখন তুঙ্গে। এর পাশাপাশি দেশের রাজধানীর নানা প্রান্তে অল্পবিস্তর বিশৃঙ্খলার খবর সামনে আসতে শুরু করেছে। পুলিশের নজরদারিও ভোটের আবহে বেড়েছে। সপ্তাহখানেক আগেই শহরের বিভিন্ন জায়গা থেকে মোট ২১ কোটি টাকার নগদ এবং মাদক উদ্ধার হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে নাকা চেকিং চলার সময় গাড়ির ভিতর থেকে ফের উদ্ধার হল ৪৭ লক্ষ টাকা। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গাড়ি থামিয়ে চলছিল নাকা তল্লাশি। তখনই একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ওই টাকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম (এসএসটি)-এর কর্তারা। তখনই একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়। গাড়িটি চালাচ্ছিলেন ওয়াসিম মালিক নামে বছর ২৪-এর এক যুবক। জেরায় নিজেকে লোহার ছাঁটের ডিলার হিসাবে পরিচয় দেন তিনি। পুলিশ সূত্র  জানা গিয়েছে, ওই যুবক সঙ্গম বিহারেরই বাসিন্দা। এর পরেই সন্দেহভাজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তবে তাঁর গাড়িতে ওই নগদ টাকা কোথা থেকে এল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই যুবক। নগদ টাকার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ওই যুবকের কাছে এত টাকা এল, তা জানতে শুরু হয়েছে তদন্তও।

Related Articles