হাসপাতালে চিকিৎসকের ওপর ছুরি নিয়ে হামলা, গ্রেফতার ৪
4 arrested in knife attack on doctor at hospital

Truth of Bengal: বুধবার তামিলনাড়ুর চেন্নাইয়ের কালাইগনার সেন্টেনারি হাসপাতালে আক্রমণের শিকার হলেন একজন কর্তব্যরত চিকিৎসক। জানা গিয়েছে, ওই হাসপাতালে ভর্তি একজন রোগীর পরিবারের লোক সরকারি হাসপাতালে কর্তব্যরত ওই চিকিৎসক ডাঃ বালাজিকে ছুরিকাঘাত করে। চিকিৎসকের ওপর ছুরি নিয়ে হামলাকারীর মা হাসপাতালে ভর্তি। ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! এই অভিযোগে সেই চিকিৎসককে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ওই রোগিণীর পুত্র। এলোপাথাড়ি কোপ দেওয়া হয়েছে চিকিৎসকের মুখে-বুকে-পেটে। চেন্নাইয়ের হাসপাতালে ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক-সহ চারজনকে।
ঘটনার বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম বলেছেন, ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, চারজন উত্তর ভারতীয় চিকিৎসার জন্য এই হাসপাতালে এসেছেন, তাঁরা ডাক্তারকে রুমে তালাবদ্ধ করে এবং ছুরি দিয়ে আক্রমণ করে। পুলিশ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করবে।
তবে পরে অবশ্য তদন্তে জানা যায়, মূল অভিযুক্ত দক্ষিণ ভারতের বাসিন্দা। অভিযুক্তের নাম বিঘ্নেশ, সে পল্লভরামের বাসিন্দা, সে উত্তর ভারতের বাসিন্দা নয়। অভিযুক্তরা ছুরি দিয়ে ডাক্তারকে ৭ বার ছুরিকাঘাত করেছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের মা ক্যানসারে আক্রান্ত। সেন্টেনারি হাসপাতালে ভর্তি গত মে মাস থেকে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়েছে শুনে বুধবার তিন বন্ধুকে নিয়ে হাসপাতালে যান ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রিসেপশন থেকে একটি স্লিপ নিয়ে মায়ের চিকিৎসকের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে গিয়েছিলেন তিনি।
অভিযোগ, সেখানে ওই চিকিৎসকের উপর হামলা চালান অভিযুক্ত যুবক। ওই ঘটনার পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু হাসপাতালের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ছুরি হামলার কথা স্বীকার করেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত চিকিৎসক নিজে হৃদরোগী। তাঁকে বুকে পেসমেকার বসানো রয়েছে। তাঁর কপালে ও কানেও ছুরি দিয়েছে কোপ দেওয়া হয়েছে। আপাতত আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন চেন্নাইয়ে সরকারি চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বলেছেন, এটা মর্মান্তিক। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। আমি নির্দেশ দিয়েছি, ডাঃ বালাজিকে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হোক এবং এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হোক। সরকারি হাসপাতালে আগত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানে আমাদের সরকারি চিকিৎসকদের নিঃস্বার্থ পরিশ্রম অতুলনীয়। এই কাজের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।