বিমানযাত্রায় এক সপ্তাহে ৩৫টি হুমকিবার্তা, তদন্ত কোন পথে
35 threatening messages in a week on air travel, which way is the investigation going?

Truth Of Bengal: শুক্রবারের পর আজ শনিবারও বিমানে বোমাতঙ্ক! এই নিয়ে এক সপ্তাহে ৩৫টি হুমকিবার্তা। টানা এক সপ্তাহ ধরে আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে নতুন তথ্য।
আজও একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানযাত্রায় বোমাতঙ্ক এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে ২০টি উড়ানে এই ধরনের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্তকারীদের মতে, “schizobomber777” নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে একাধিক বার পোস্ট করা হয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এই হ্যান্ডেলটি কিছুদিন আগে তৈরি হয়েছিল এবং বোমাতঙ্ক ছড়ানোর পর সেটি সাসপেন্ড করা হয়েছে।
বিমানযাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী আধিকারিকদের মতে, বোমাতঙ্ক ছড়ানোর জন্য যেসব ফোন ব্যবহার করা হচ্ছে, সেগুলো ভিপিএন প্রযুক্তির মাধ্যমে কার্যকর হচ্ছে, ফলে তাদের ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। আইপি অ্যাড্রেসগুলো লন্ডন এবং জার্মানি হিসেবে চিহ্নিত হওয়ায়, ভিপিএন সার্ভিস প্রোভাইডারদেরও তদন্তের আওতায় আনা হতে পারে।
অন্যদিকে, বিমানে বোমাতঙ্কের সমস্যা সমাধানে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জরুরি বৈঠকে বসে। যাত্রীদের ভোগান্তি কমাতে কয়েকটি নতুন নির্দেশিকা আসতে চলেছে। এর মধ্যে স্কাই মার্শালের সংখ্যা বাড়ানো এবং ভুয়ো তথ্য ছড়ানো ব্যক্তিদের বিমানে চড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। তদন্ত চলতে থাকবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।