দেশ

ভারতীয় নৌবাহিনীর জালে ৩৫ জলদস্যু!, সোমালিয়ার জলদস্যুদের বিচার হবে ভারতে

35 pirates in the net of the Indian Navy!

The Truth of Bengal: গত শনিবার চল্লিশ ঘন্টার টানা রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে ৩৫ জলদস্যু ও ১৭ ক্রুসহ মাল্টার জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভারতীয় নৌ সেনা ও কমান্ডোরা। সোমালিয়ার ওই ৩৫জন জলদস্যুকে ভারতে নিয়ে আসা হচ্ছে। তাদের বিচার হবে ভারতেই।

সোমালিয়ার জলদস্যুদের বিচারের জন্য ভারতে নিয়ে আসা হচ্ছে। গত ১৬ মার্চ অর্থ্যাৎ শনিবার   ছিনতাই হওয়া পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন-কে উদ্ধারের পাশাপাশি সোমালিয়ার মাদার জাহাজটিকেও আটক করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজে থাকা নাবিকদের মুক্ত করে ৩৫ জন জলদস্যুকে আটক করে ভারতীয় নৌবাহিনী। জানা যায়, যে মাদার জাহাজটিকে আটক করা হয়েছে সেই জাহাজে করে একেরপর এক আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ ছিনতাই করে থাকে জলদস্যুরা। তাই আটক হওয়া জলদস্যুদের তাদের দেশের হাতে তুলে দিলে তারা ফের সংগঠিত হবে এবং এ ধরনের অপরাধ সংঘটিত করবে। তাই ধৃত জলদস্যুদের ভারতেই বিচার করা হবে। সেই কারণেই তাদের ভারতে নিয়ে আসা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গতবছর বিজ্ঞপ্তি জারি করা মেরিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্টে সোমালি জলদস্যুদের বিচার করা হবে। কারণ এরা ভারতীয় চপারকেও লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সোমালিয়ার এই জলদস্যুরা আন্তর্জাতিক বানিজ্যকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। সেই কারণে এই জলদস্যুদের উৎপাত বন্ধ করতে অপারেশন চালায় ভারতীয় নৌবাহিনী।

এই অপারেশনে নৌবাহিনী আইএনএস কলকাতা, আইএনএস সুভদ্রাকে কাজে লাগানো হয়। পি-৮১ দূরপাল্লার সমুদ্র পাহারার বিমান, উঁচু দিয়ে ওড়ার ক্ষমতাসম্পন্ন ড্রোন এবং অতিরিক্ত সতর্কতা হিসেবে বিমানবাহিনীর কমান্ডোরা নামেন জাহাজের পাটাতনে। প্রায় ৪০ ঘণ্টা ধরে অপারেশন চলে। এই ৪০ ঘন্টার অপারেশন চালিয়ে সফল ভারতীয় নৌবাহিনী। এদিন উদ্ধার হওয়া মালটা-র এমভি রুয়েন জাহাজে ৩৭ হাজার ৮০০ টন পণ্য ছিল। যার আর্থিক পরিমাণ প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার। তবে সেই জাহাজটি ভারতে ফিরিয়ে আনা হবে, নাকি মাঝপথে কোথাও তারা নিয়ে নেবে, তা নিয়েও আলোচনা চলছে এমভি রুয়েনের জাহাজ মালিকের সঙ্গে। এদিকে মাঝসমুদ্রে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে যে ৩৫ জন জলদস্যুদের আটক করে ভারতে নিয়ে আসা হচ্ছে তাদের কি দন্ড দেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও।

Related Articles