দেশ

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

3 dead due to electrocution in rain-hit Mumbai, Pune

The Truth of Bengal: বিগত বেশ কিছুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুণে। লাগাতার বৃষ্টিতে জলের তলায় মুম্বই এবং কোলাপুর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই প্রচণ্ড দুর্যোগে অচল জনজীবন, বন্ধ স্কুল।

মুম্বইতে চলছে নাগাড়ে বৃষ্টি। তবে সুধুমাত্র মুম্বই-ই নয় বৃষ্টিতে যেমন মুম্বই ভাসছে, তেমনই ভাসছে কোলাপুরও। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে পুণেতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যুর খবরও রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি মাসে এখনও পর্যন্ত সেখানে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েচে। এই প্রচণ্ড বৃষ্টিতে কার্যত মুম্বইতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ। কারণ স্কুলের ভিতর পর্যন্তও জলমগ্ন হয়ে পড়েছে।

পুণে সংলগ্ন মুথা নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। এমনকি নদীর উপর বাবা ভিডে সেতুও পুরোপুরি জলের তলায় রয়েছে। সূত্র মারফত যে খবর সামনে আসছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে ৩ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যকেই মুথা নদীর দারে খাবারের দোকানের ব্যবসায়ী। নদীর জল বাড়তে থাকায় তারা দোকানের যাবতীয় জিনিসপত্র অন্যত্র সরানোর কাজও শুরু করেছে দিয়েছিলেন বলে জানা যায়। সেই অন্যদত্র সরানোর কাজ করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা যান তিন জনই। ইতিমধ্যেই জলমগ্ন মুম্বই, পুণে  থানেতে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Related Articles