ফের জন্ম নিল ৩ চিতা শাবক, এবার কুনোয় চিতার সংখ্যা বেড়ে হল ২১
3 cheetah cubs were born again, this time the number of cheetahs in Kuno has increased to 21

The Truth Of Bengal: আরও সমৃদ্ধি লাভ করল ভারতীয় বন্যপ্রাণ। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল তিনটি চিতা শাবক। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, এই সুখবরের কথা। শেয়ার করেন তিনটি চিতা শাবকের ছবিও।
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর আফ্রিকার নামিবিয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ভারতের মাটিতে এসে পৌঁছেছিল আটটি চিতা। পরে আরও ১২টি চিতাকে নিয়ে আসা হয়েছিল কুনোর জঙ্গলে। তবে বিগত দিনে আফ্রিকা থেকে আসা বেশ কয়েকটি চিতারই মৃত্যু হয়েছে ইতিমধ্যে। তবে এবার আফ্রিকা থেকে আসা চিতা গুলি থেকেই মিলছে একের পর এক সুখবর। গত ৩ জানুয়ারী নামিবিয়া থেকে আনা চিতা আশা জন্ম দিয়েছিল তিনটি চিতার। তার ফলে কুনোয় চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৮। এদিন কুনোয় ছড়িয়ে পড়ল আবারও সুখবর। আরও তিনটি চিতা শাবকের জন্ম দিল জ্বলা।
এবার কুনোয় চিতার সংখ্যা বেড়ে হল ২১। আর কুনোতে চিতা শাবকের সংখ্যা হল ৬। প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাসে কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছিল জ্বলা। তারমধ্যে তিনটি শাবকের মৃত্যু হয়। প্রায় এক বছরের মাথায় আবারও তিনটি শাবকের জন্ম দিল জ্বলা। এদন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুনোয় নতুন তিন শাবকের জন্ম নেওয়ার কথা জানিয়েছেন। সঙ্গে অভিনন্দন জানিয়েছেন সকল বন্যপ্রাণ প্রেমীদের।
Free Access