দেশ

২৬/১১ হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

26/11 attack mastermind Tahawur Rana extradited to India

Truth of Bengal: ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম মূল অভিযুক্ত তাহাউর রানাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছে। গোয়েন্দা ও তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল তাকে নিয়ে আগামীকাল ভোরে ভারতের মাটিতে পৌঁছাবে বলে সূত্রে জানা গেছে।

আমেরিকার আদালতের সুপারিশ অনুযায়ী, দিল্লি ও মুম্বইয়ের দুটি জেলে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি শীর্ষ সূত্র জানিয়েছে, রানাকে প্রথম দিকে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-এর হেফাজতে রাখা হবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য।

এই পুরো প্রত্যার্পণ প্রক্রিয়া তদারকি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, NIA এবং স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানা, সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। মুম্বই হামলার আগে, তিনি ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ভ্রমণের কাগজপত্র জোগাড় করে দেন। হেডলি, যিনি একজন পাকিস্তানি-আমেরিকান, মুম্বইয়ের মূল টার্গেটগুলো ঘুরে দেখে পরিকল্পনা তৈরিতে সহায়তা করেন।

এই স্থানগুলোতেই পরবর্তীতে লস্কর জঙ্গিরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সহায়তায় হামলা চালায়।

রিপোর্ট অনুযায়ী, ২০০৮ সালের ১১ থেকে ২১ নভেম্বরের মধ্যে রানা দুবাই হয়ে মুম্বই এসেছিলেন এবং পওয়াইয়ের হোটেল রেনেসাঁয় অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে থেকেই তিনি হামলার প্রস্তুতি পর্যবেক্ষণ করেছিলেন।

এই হামলা সংঘটিত হয় ২৬ নভেম্বর, মাত্র পাঁচদিন পরেই। এতে প্রাণ হারান ১৭০ জনের বেশি মানুষ। এখন পর্যন্ত শুধুমাত্র একজন জঙ্গি, আজমল কাসব, জীবিত অবস্থায় ধরা পড়ে এবং বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২০ সালের জুনে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রানার গ্রেপ্তারের অনুরোধ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যার্পণের অনুমোদন দেন এবং বলেন, রানা “ভারতে গিয়ে ন্যায়বিচার মুখোমুখি হবেন”।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রানার প্রত্যার্পণ স্থগিত করার আবেদন খারিজ করে দেয়। বর্তমানে ৬৪ বছর বয়সী এই ব্যবসায়ী লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।

Related Articles