দেশ

বাজার থেকে সরছে ২০০০ টাকা

2000 taka is moving from the market

The Truth of Bengal: সেপ্টেম্বর মাসের আজই শেষ দিন। কাল থেকে শুরু হবে নতুন মাস অক্টোবর। চলতি বছরের অক্টোবর মাসের মাঝেই শুরু হচ্ছে উৎসব। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা এখনও বাকি। এই মাসেই হতে চলেছে বড় পরিবর্তন। আগামী ১ লা অক্টোবর থেকে বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট। অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর এর পর আর বৈধ থাকবে না ২০০০ টাকার নোট। প্রসঙ্গত, গত মে মাসের ১৯ তারিখে এই ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিল  রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই গাইড লাইন বর্ধিত হওয়ার কথা এখনও জানানো হয়নি।

২০০০ টাকার নোট অবৈধ হবে এই ঘোষণা হওয়ার ফলে বাজার থেকে প্রায় ৩.৬২ লক্ষ কোটি টাকা তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছিল। জানা যাচ্ছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে Clean note policy – র আওতায়। সম্প্রতি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতের বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে, একথা ঘোষণার এক মাসের মধ্যেই বাজারে থাকা মোট ২০০০ টাকার নোটের দুই-তৃতীয়াংশেরও বেশি ফিরেছে। ২০১৬ সালের নোট বাতিলের পরেই চালু করা হয়েছিল ২০০০ টাকার নোট। দেশের বাজার থেকে জাল নোট বের করে দেওয়ার উদ্দেশ্যে নোট বাতিল শুরু করে কেন্দ্রীয় সরকার।

সেইমতো হঠাৎই ঘোষণা করা হয়েছিল ৫০০, ১০০০ এর নোট বাতিল। সাধারণ মানুষ হঠাৎই এই নোট বাতিলে বিরাট সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এর ফলেই বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু মাত্র কিছু বছর কাটতে না কাটতেই আবার তুলে নেওয়া হচ্ছে এই দু হাজার টাকার নোটটিকেও। তাহলে প্রশ্ন থাকছে যে কেন্দ্রীয় সরকার ঠিক কতটা সাফল্য পেল তাদের জাল নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা? কারন কিছু বছরের মধ্যেই আবারো বাতিল করা হচ্ছে দু হাজার টাকার নোটটিকে।

Free Access 

Related Articles