উত্তরপ্রদেশে ২শিশুর গলা কেটে খুন, যোগীরাজ্যে এনকাউন্টারে খতম দুষ্কৃতীরা
2 children were killed by slitting their throats in Uttar Pradesh

The Truth of Bengal: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে শিশু খুন ঘিরে শোরগোল। বদায়ুনের বাবা কলোনিতে বাড়িতে ঢুকে দুই শিশুর গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। গা শিউরে ওঠা সেই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপি সরকার। কেন নাবালকরা নৃশংস হিংসার বলি হচ্ছে,তাই নিয়ে সবমহলেই উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে এই ঘটনা সাড়া ফেলতেই পুলিশ তত্পরতা বাড়ায়।
সন্ধেয় বাবা কলোনিতে বিনদ কুমার সিংয়ের বাড়িতে হঠাৎ উপস্থিত হন বছর ত্রিশের সাজিদ নামের এক ব্যক্তি। বিনদ সেই সময়ে বাড়িতে ছিলেন না। ছিলেন বিনদের স্ত্রী ও তিন সন্তান। সাজিদ বিনোদের পূর্ব পরিচিত ছিল। সেইমতো বিনোদের স্ত্রী চা বানাতে গেলে ঘোর থেকে বেরিয়ে ছাদে চলে যায় সাজিদ। সেখানে তখন খেলা করছিল বিনোদের ৩ ছেলে। মৃত শিশুরা হল আয়ুষ, আহান ও পীযূষ।
হঠাৎ কুড়ুল নিয়ে তাদের উপর চড়াও হন সাজিদ। কুড়ুলের কোপে আয়ুষ, আহানের প্রাণ যায়। এরপর পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুষ্কৃতীদের প্রাণ যায়। এনকাউন্টারের প্রবণতা বাড়ায় উত্তরপ্রদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা।কেন আইন শৃঙ্খলা রক্ষায় উত্তরপ্রদেশে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতে ব্যর্থ তা নিয়েও সরব অনেকে।