দেশ

বড় সাফল্য, নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে খতম ১৬ মাওবাদী

16 Naxals Killed In Encounter In Chhattisgarh

Truth Of Bengal: মাওবাদী  বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তারক্ষী বাহিনীর। ছত্তিশগড়ের সুকমা এবং দান্তেওয়াড়া সীমান্ত এলাকায় মাওবাদী  ও নিরাপত্তা বাহিনীর মধ্যে লাগাতার গুলিবর্ষণ চলে। আর তাতে ১৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর। এখন পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী।

কেরালাপাল থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে । এই প্রসঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে এলাকায় নকশালদের  উপস্থিতি সম্পর্কে  খবর আসে। এরপর এদিন সকালে  তল্লাশি অভিযানে নামে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মীরা । । আর সেইসময়  নকশাল এবং নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে চলে সংঘর্ষ। তাতে ১৬ জন মাওবাদী  প্রাণ হারায় এবং গুলির লড়াইয়ে দুই জওয়ান সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী।  আর তাতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। সম্প্রতি  ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ মাওবাদীকে খতম করে নিরাপত্তাবাহিনী। এই আবহে আবারও ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে মৃত্যু হল ১৬ জন মাওবাদীর।

Related Articles