রুশ-ইউক্রেন যুদ্ধে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ আরও ১৬, জানাল বিদেশমন্ত্রক
12 Indians killed, 16 missing in Russia-Ukraine war, says Ministry of External Affairs

Truth Of Bengal: ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত হয়েছেন। জানা গিয়েছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এ ছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় বিদেশমন্ত্রক শুক্রবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ‘রাশিয়ায় আটকে পড়া যুদ্ধে লড়াইরত সব ভারতীয় নাগরিকের মুক্তি এবং প্রত্যাবাসনের জন্য আমরা রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছি।’
গত বছর কেন্দ্র জানিয়েছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত এমন ভারতীয় নাগরিকদের মধ্যে, আমাদের কাছে এখন পর্যন্ত মোট ১২৬ জনের খবর আছে। তাঁদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। তাদের রাশিয়ান সশস্ত্র বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৮ জন ভারতীয় নাগরিক এখনও যুদ্ধে রয়েছেন। এই ১৮ জনের মধ্যে ১৬ জনের অবস্থান জানা যায়নি। রাশিয়ান কর্তৃপক্ষ তাঁদের নিখোঁজ ব্যক্তি হিসাবে শ্রেণিবদ্ধ করেছে। এখন পর্যন্ত ১২ জন ভারতীয় নাগরিক যুদ্ধে মারা গিয়েছেন।’
এ সপ্তাহের শুরুতে বিদেশমন্ত্রক জানিয়েছিল, ভারতীয় নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি খবর বের হয়, কেরলের এক যুবক যুদ্ধের সম্মুখসমরে নিহত হয়েছেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করে নয়াদিল্লি। গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় ভারতীয়দের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। গত অক্টোবরে কাজান ব্রিকস সম্মেলনে বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আবারও কথা বলেন মোদি। তাঁদের বৈঠকের পর পুতিন প্রধানমন্ত্রী মোদিকে আশ্বস্ত করেছিলেন, রাশিয়া সব ভারতীয়কে অব্যাহতি দেবে। যাঁদের মিথ্যা বলে রাশিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করা হয়েছিল।