দেশ
Trending

চারধাম যাত্রায় পাঁচদিনে মৃত্যু ১১ পুণ্যার্থীর

11 pilgrims died in Chardham Yatra in five days

The Truth Of Bengal : চারধাম যাত্রায় গত ৫ দিনে চারধাম যাত্রায় গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। ব্যাপক ভিড়ের কারণে বিপদের আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হল। গত ৫ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হৃদরোগে। তীর্থ করতে আরও বিপুল সংখ্যক পুণ্যার্থী পৌঁছেছেন উত্তরাখণ্ডে। ভিড় বাড়তে থাকায় আগামী ২ দিনের জন্য চারধাম যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করেছে সরকার।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭ লক্ষ মানুষ চারধাম যাত্রার জন্য আবেদন জানিয়েছেন। এঁদের মধ্যে ৫৯ হাজারের বেশি পুণ্যার্থী পৌঁছেছেন যমুনোত্রী। কেদারনাথ গিয়েছেন প্রায় দেড় লাখ পুণ্যার্থী। বদ্রীনাথে গিয়েছেন প্রায় ৪০ হাজার ভক্ত। গঙ্গোত্রী যাত্রা করেছেন প্রায় ৫২ হাজার মানুষ। পুণ্যার্থীদের নিরাপত্তায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বরও। ফোন নম্বরগুলি হল- ৯৮৭০৯৬৩৭৩১, ০১৩৬৪-২৯৭৮৭৮, ০১৩৬৪-২৯৭৮৭৯।

চারধাম যাত্রার উদ্দেশে অফলাইন রেজিস্ট্রেশন চলছে উত্তরাখণ্ডের হরিদ্বার ও হৃষিকেশে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ মে এই অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ রাখা হবে। সরকারের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন।

Related Articles