উত্তর প্রদেশের হারদোইয়ে পথ দুর্ঘটনায় মৃত ১০, আহত ৫
10 dead, 5 injured in road accident in Uttar Pradesh's Hardoi

Truth Of Bengal: উত্তর প্রদেশের হারদোই জেলার বিলগ্রাম কোতওয়ালি এলাকার রোশনপুর গ্রামে এক মর্মান্তিক টেম্পো দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোশনপুরের কাছে বিলহৌর-কটরা স্টেট হাইওয়ে এলাকায় একটি ডি.সি.এম. (ডিস্ট্রিবিউটেড কমার্শিয়াল মিনি) ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর টেম্পোটি উলটে যায়।
পুলিশ জানায়, রোশনপুর গ্রামে একটি ডি.সি.এম. ট্রাক হঠাৎ করে বিপরীত দিক থেকে চলে আসলে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা, ২ জন শিশু মেয়ে, ১ জন শিশু ছেলে ও ২ জন পুরুষ রয়েছে।
ঘটনার পর পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। নিহতদের এবং আহতদের স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বিলগ্রাম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডি.সি.এম. ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি সুরাহার জন্য কাজ করছে পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।