ডিমের খোলা ফেলে দিচ্ছেন! জানেন ত্বকের জন্য এটি কতটা উপকারী?
You're throwing away egg shells! Do you know how beneficial they are for your skin?

Truth Of Bengal: বলিরেখা দেখা দিচ্ছে? ত্বক ঝুলে যাচ্ছে? ত্বক ও চুলের যত্নে আমরা ডিমের সাদা অংশ ও কুসুম ব্যবহার করে থাকি। এবার ত্বকের টানটান ভাব বজায় রাখতে ডিম ভেঙে ব্যবহারের পর ফেলে না দিয়ে সেই ডিমের খোলাই গুঁড়ো করে ত্বকের পরিচর্যায় ব্যবহার করুন। বলিরেখা, ত্বকের ঝুলে যাওয়া, অকালে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দূর হবে।
কীভাবে ত্বকের পরিচর্যায় ডিমের খোলা ব্যবহার করবেন?
একটা গোটা ডিম নিন। ডিমটা ভেঙে নিয়ে ডিমের সাদা অংশ আলাদা পাত্রে রেখে দিন। ডিমের খোলা গুঁড়ো করে নিন। এক চামচ মধু ও এক চামচ দুধ ডিমের সাদা অংশের মধ্যে মিশিয়ে নিন। অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিন। ভালো করে মিশ্রণ ফেটিয়ে নিন যাতে ফ্যানা হয়ে যায়। মিশ্রণ জল জল হয়ে গেলে এরমধ্যে বেসন গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
ডিমের খোলার গুঁড়ো মিশিয়ে নিন পেস্টের মধ্যে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। মুখ পরিষ্কার করে নিন ফেসস্ক্রাব দিয়ে। এরপর মুখে লাগান ডিমের খোলা দিয়ে তৈরি ফেসমাস্ক। মুখে ও গলায় লাগান। ৩০ মিনিট রেখে দিন। শুকনো হয়ে গেলে বরফ ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নিন। নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন আলতো ভাবে। সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন।