ঘুম থেকে উঠে দেখছেন মুখটা মলিন লাগছে, কী করলে ত্বকে ফিরবে হারানো জেল্লা
You wake up and find your face looking dirty, what can you do to restore the lost glow to your skin?

Truth Of Bengal: সকলেই চায় তাকে দেখতে সুন্দর লাগুক। গায়ের রঙ দিয়ে নয় ত্বক হোক জেল্লাদার, ঝকঝকে তকতকে। কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন। পরিবেশ দূষণ, মানসিক উদ্বেগের প্রভাব ত্বকের ওপর পড়ে। ত্বকের সেভাবে যত্ন না নিলে ত্বক মলিন লাগে। অনেক সময় ঘুম থেকে উঠে মুখ মলিন, রুক্ষ, শুষ্ক লাগে। সেক্ষেত্রে কী করলে ফিরে পাবেন হারানো, জেল্লাদার ঝকঝকে তকতকে ত্বক।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেলে মিশিয়ে ভালো করে মুখে লাগান। এতে ত্বকের ময়েশ্চারাইজ ভালোভাবে হবে। নারকেল তেল ত্বকের ভেতরে শুষে যায়। ভেতর থেকে ত্বককে ময়েশ্চারাইজ করে। আবার এরমধ্যে ভিটামিন ই ক্যাপসুল মেশালে মলিন, রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়া ত্বকে আর্দ্রতা ফেরে।
ত্বকের মালিন্য, রুক্ষ, শুষ্ক ভাব দূর হওয়ার পাশাপাশি নারকেল তেল ও ভিটামিন ই মিশিয়ে মুখে নিয়মিত লাগালে ত্বকের দাগছোপ, আনইভেন টোন দূর হয়। ত্বকে নতুন কোষ জন্মায়। ধীরে ধীরে ত্বকের দাগছোপ দূর হয়। ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বককে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলসের হাত থেকে রক্ষা করে। বলিরেখা দূর করে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা ফিরিয়ে আনে নারকেল তেল ও ভিটামিন ই।