স্বাস্থ্য

সকালে উঠেই ডিটক্স পানীয় না খেয়ে পান করতে পারেন ঘি দেওয়া কফি, পুষ্টিগুণ শুনলে আপনার প্রতিদিন এই কফি খাওয়ার ইচ্ছে জাগবে

You can drink coffee with ghee instead of detox drink after getting up in the morning

Truth of Bengal: অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেন ডিটক্স পানীয়। আবার কেউ কেউ আছেন যারা ঘুম থেকে উঠে ব্রাশ না করলেই খেয়ে নেন কফি। অনেকে বলে থাকেন ঘন ঘন কফি খাওয়া মোটেই উচিত নয়। তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু সেই কফির মধ্যে যদি ফেলে দেওয়া হয় অল্প ঘি, তাহলে কেমনটা হয়? ভাবছেন অম্বল বা বমি হবে। আসলে যেহেতু কফিতে ক্যাফিন থাকে তাই অনেকেই ভাবেন কফি খেলে অম্বল বা গ্যাসের সম্ভাবনা প্রবল। কিন্তু এই কফিতেই যদি মিশিয়ে দেওয়া হয় ঘি তাহলে তার পুষ্টি গুণও বেড়ে যাবে অনেখানি। জানুন সকালে উঠে ঘি দেওয়া কফি খেলে শরীরে কি কি পুষ্টি পাওয়া যেতে পারে।

১। এই কফি খেলে খিদে অনেকক্ষণ পায় না। পেট ভরে থাকে দীর্ঘক্ষণ। এমনকি এই কফি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে  কফির মধ্যে ঘি খেলে।

২) আপনার খিদে নিয়ন্ত্রণে রাখতে পারে ঘিয়ের মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট। এই ঘি দেওয়া কফি খেলে বাইরের ভাজাভুজি খাওয়ার ইচ্ছে টাও ধীরে ধীরে চলে যাবে।

৩। ঘি দেওয়া কফির মধ্যে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এছাড়াও রয়েছে ওমেগা ৬ এবং ৯ যা হার্ট ভালো রাখতে সাহায্য করে আপনার। যদি ঘন ঘন দুধ কিংবা চিনি দিয়ে কফি খান তাহলে হৃদযন্ত্রের সমস্যা বাড়বে আপনার জীবনে। এই কফি রক্তচাপ নিয়ন্ত্রণেও যথেষ্ট গুরুত্ব বহন করে।

৩) ঘি দেওয়া কফির মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ এবং ই যা শরীরে মেদ ঝরাতে সাহায্য করে। যদি প্রতিদিন এই কফি খান তাহলে শরীরের কোমরের অংশেও মেদ ঝড়ে তাড়াতাড়ি। কফি মধ্যে ঘি দিয়ে খেলে শরীরের মধ্যে থাকা দুষিত টক্সিন বেরিয়ে যায়। এই কফি খেলে আপনার ত্বকের জেল্লাও বাড়বে বহু গুণ।

Related Articles