স্বাস্থ্য

গলা ভেজাতে বেছে নিতে পারেন এই ৫ গোলাপি পানীয়

You can choose these 5 pink drinks to wet your throat

The Truth Of Bengal :  জলের তেষ্টা মেটাতে আমরা পানীয় জল খেয়ে থাকি। তার পরিবর্তে যদি গোলাপি পানীয় হয় মন্দ কি। গরমে গলা ভেজাতে বেছে নিতে পারেন রকমারি গোলাপি পানীয়। অতিথি আপ্যায়নেও যার জুড়ি মেলা ভার

৫ গোলাপি পানীয় 

 গোলাপী চা

অনেক ধরনের চা-ই তো খেলেন এবার না হয় একটু গোলাপি চা খেয়ে দেখুন। এটি হিবিস্কাস ফুল থেকে তৈরি করা হয়। একটি গভীর গোলাপী রঙ এবং স্বর্গের সুগন্ধ। কাশ্মীরি দুপুরের গোলাপী চা যেন স্বর্গ থেকে সরাসরি আসে। যা আপনার মনকে সতেজ করবে। এই চা স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী।

গোলাপি লস্যি

গরমে লস্যি খেতে কে না ভালোবাসেন। আর সেই লস্যি যদি হয় গোলাপি। তা হলে তো কথাই নেই।  দই, রোজ সিরাপ ও স্বাদমতো চিনি মিক্সিতে ভাল করে মিশিয়ে নিন। তার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে একটি গ্লাসে ঢেলে নিন মিশ্রণটি। এবার উপর থেকে ছড়িয়ে দিন গোলাপের পাপড়ি ও আমন্ড কুচি। গোলাপি লস্যির রং দেখেই খেতে ইচ্ছে হবেই আপনার।

বেদানার গোলাপি লেমোনেড

বাড়িতে বেদানা না থাকলে বাজার থেকে টাটকা বেদানা কিনে আনুন। বেদানার  রসের সঙ্গে পাতিলেবুর রস, সামান্য জল, চিনি ও স্বাদমতো বিটনুন মিশিয়ে নিন। তারপর কিছু বরফ কুচি মিশিয়ে নিলেই তৈরি হবে যাবে গোলাপি লেমোনেড। গরমে এক গ্লাস ঠান্ডা লেমোনেড খেলেই আপনার শরীর-মন ঠান্ডা হয়ে যাবে।

মহব্বত কা শরবত

মহব্বত কা শরবত হল দিল্লির একটি জনপ্রিয় পানীয়। ছোট কুচি করে কাটা তরমুজ, দুধ, ক্রিম, রোজ সিরাপ, চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তারপর বরফ যোগ করলেই তৈরি হয়ে যাবে গোলাপি রঙা শরবত ,যা  মহব্বত কা শরবত নামে পরিচিত।

Related Articles