
Truth Of Bengal: পুরুষদের কাছে কেন আকর্ষণীয় নারী যৌনাঙ্গ? এই প্রশ্ন অনেকেরই। এবার এ নিয়ে একটি গবেষণা প্রকাশিত হল ইন্টারন্যাশনাল জার্নাল অফ সেক্সুয়াল হেলথ-এ। সেখানে দেখা যাচ্ছে, বেশিরভাগ পুরুষদের কাছেই নারী যৌনাঙ্গ বেশ আকর্ষণীয়।
এর আগে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, নিজেদের যৌনাঙ্গ সম্পর্কে মহিলারা যা ভাবেন, তার অধিকাংশটাই মিডিয়া, পর্নোগ্রাফি, ইত্যাদি দ্বারা প্রভাবিত। যেই নারীরা নিজেদের যৌনাঙ্গকে নেতিবাচকভাবে দেখেন, তাঁদের অনেকেই যৌনতৃপ্তি উপভোগ করতে পারেন না। অনেকে তো আবার কসমেটিক সার্জারির দিকেও ঝোঁকেন।
এই প্রসঙ্গে গবেষক ই. স্যান্ড্রা বায়ার্স বলেন, ‘আমরা মহিলাদের তাদের যৌনাঙ্গ সম্পর্কে প্রশ্ন করেছিলাম। গবেষণায় উঠে আসে, যৌনাঙ্গ নিয়ে পুরুষ সঙ্গীদের নেতিবাচক মন্তব্য নারীদের উপর বড় প্রভাব ফেলতে পারে৷ সেই কারণেই মহিলাদের যৌনাঙ্গের প্রতি পুরুষদের মনোভাব জানার চেষ্টা করেছিলাম আমরা”
গবেষকরা প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৯ থেকে ৭৭ বছর বয়সী ২১২ জন বিসমকামী পুরুষদের তালিকাভুক্ত করেন। একটি বেনামী অনলাইন সমীক্ষার মাধ্যমে, অংশগ্রহণকারীরা মহিলাদের যৌনাঙ্গ সম্পর্কিত তাদের মনোভাব এবং অভিজ্ঞতা প্রকাশ করেছে।
বেশিরভাগ অংশগ্রহণকারী “মহিলাদের যৌনাঙ্গ সুন্দর” এবং “মহিলাদের তাদের যৌনাঙ্গ নিয়ে গর্ব বোধ করা উচিত” এমন মন্তব্য করেছেন। তবে, বেশ অনেকজনই এই নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করেন।
এই গবেষণায় দেখা গেছে, পুরুষরা নারী যৌনাঙ্গ নিয়ে কী ভাবেন, তার প্রভাব পড়ে তাদের সম্পর্কে। যারা নারী যৌনাঙ্গের প্রতি আকৃষ্ট, তাদের পার্টনাররাও নিজেদের যৌনাঙ্গ নিয়ে আত্মবিশ্বাসী।
মহিলাদের যৌনাঙ্গের ২৩ টি বৈশিষ্ট্যের মূল্যায়ন করার সময়, পুরুষরা কার্যক্ষম এবং সংবেদনশীল দিকগুলিকে অগ্রাধিকার দিয়েছেন – যেমন শারীরিক আনন্দ, গন্ধ এবং লুবরিকেশন। নারী যৌনাঙ্গ কেমন দেখতে, তাতে তারা বিশেষ আগ্রহী নন।