স্বাস্থ্য

রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে নাইটক্রিম নয়, অ্যালোভেরা জেল লাগালে কী হয়?

What happens if you apply aloe vera gel to your face instead of night cream before going to bed?

Truth Of Bengal: রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে নাইটক্রিম লাগানোর কথা বলা হয়। এতে ত্বক নরম, মসৃণ হয়, স্বাভাবিক জেল্লা বজায় থাকে। রাতে নাইটক্রিম লাগালে মেরামতির সুযোগ ভালো ভাবে হয় ত্বকের। কারণ, নাইটক্রিম ত্বককে ভালো করে ময়েশ্চারাইজ করে। ত্বক ভেতর থেকে মসৃণ ও নরম হয়।

কিন্তু বাজার চলতি নানান রকমের নাইটক্রিমে নানান রকম ক্ষতিকর রাসায়নিক থাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নিরাপদ হল রাতে নাইটক্রিমের বদলে ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখা। এটা একেবারে প্রাকৃতিক হওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। গরমে ব্যবহার করা আরও বেশি নিরাপদ।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে নাইটক্রিম লাগালে কী হয়

১) গরমে ত্বক বেশি ঘামে তাই রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখা জরুরি। তাই অ্যালোভেরা জেল মুখে লাগান। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে।

২) অ্যালোভেরা জেল ত্বককে আর্দ্র ও মসৃণ রাখে। রাতে অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে ঘুমোতে গেলে ত্বক মেরামতির সময় পায়। ত্বক বেশি পরিমাণে আর্দ্র ও জেল্লাদার ঝকঝকে তকতকে থাকে।

৩) রাতে নিয়মিত মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে ত্বকের টেক্সচার ভালো থাকে। গরমে রোদে ঘোরাঘুরি করলে ত্বক মলিন হয়ে যায়। দাগছোপ ও ট্যানিং দেখা যায়। ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে ত্বকের হারানো জেল্লা ফিরে আসে। হাইড্রেটিং গুণ থাকে বলে ত্বক বেশি উজ্জ্বল হয়।

৪) গরমে ত্বকে ব্রণর সমস্যা দেখা যায়। কারণ অতিরিক্ত ঘামের কারণে ত্বক থেকে বেশি পরিমাণে ঘাম, সেবামের নিঃসরণ হয়। তৈলাক্ত ভাব দেখা যায়। অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে অ্যালোভেরা জেল ত্বককে ব্যাক্টেরিয়ার সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

৫) হাইড্রেটিং গুণ থাকে বলে অ্যালোভেরা জেল বলিরেখা, ফাইন লাইনসের সমস্যা দূর করে। ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া থেকে আটকায়।

Related Articles