স্বাস্থ্য

অনেকেই আছেন যাদের অল্প একটু হাতের তালুতে জল ছুঁলেই হাতের তালু কুঁচকে যায়, জানুন কেন হয় সেটা  

There are many people whose palms wrinkle even when they touch a little water

Truth of Bengal: অনেকেই আছেন যারা সারা সপ্তাহ ধরে সময় পান না বাড়িঘর ঝারার। তবে ছুটির দিন বাড়ি সাফাই অভিযানে লেগে পড়েন সকলে। সেই সোম থেকে শনিবার পর্যন্ত অফিসের কাজের চাপে ঘরের কোন কাজেই ঠিকমতো হয়ে ওঠে না। তাই ছুটির দিন পেলেই সেই সব কাজ করতে করতেই সময় কিভাবে কেটে যায়। একটানা বাড়ির কাজ করার পর বিভিন্ন জিনিসপত্র ধোয়া মোছার পর হাতের তালু দেখতে লাগে একটু অন্যরকম।

অনেকেই আছেন যারা দীর্ঘক্ষণ জল ঘাটলে হাতের চামড়া কুঁচকে যায়। আঙ্গুলের মাথার দিকের অংশ গুটিয়ে যায়। সামনে আসতে চলেছে শীতের মৌসুম আর এই ঠান্ডার মরশুমে এই সমস্যা হয় সব থেকে বেশি। তবে তাদের ত্বকে এই সমস্যা রয়েছে তাদের যে কোন ঋতুতেই জল ঘাটলেই হাতের চামড়া কুঁচকে যায়।

কেন কুঁচকে যায় সেটা কি জানেন। চামড়ার উপরিভাগে রয়েছে সিবাম নামক একটি তৈলাক্ত পদার্থ। চামড়ার সুরক্ষিত রাখাই কাজ হল সিবামের। এমনকি ত্বকের আদ্রতা ও বজায় রাখে। যাতে ত্বক অত্যাধিক শুষ্ক বা রুক্ষ হয়ে না পড়ে। কেবল হাতের তালু নয় অতিরিক্ত জল ঘাটলে অনেক সময় পায়ের ত্বক কুঁচকে যায়।

জলঘাটার পর এভাবে হাত-পা কুঁচকে যাওয়ার সমস্যা হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। চামড়া কুঁচকে গেলে অনেকে ভাবেন হয়তো কোন শারীরিক সমস্যা দানা বেঁধেছে শরীরে। তবে চিকিৎসকদের সম্পূর্ণ কথা আলাদা। চিকিৎ শব্দের মতে আঙুলের চামড়া কুচকে যাওয়া এক স্নায়বিক প্রক্রিয়া। তবে হাত এবং পায়ের স্নায়ু সচল না থাকলে এমন হয় না।

বরং স্নায়ুজনিত কোন সমস্যা থাকলে এই স্বাভাবিক প্রতিক্রিয়া থাকে না। স্নায়ু যদি কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে জলের সংস্পর্শে আসার কারণে কোন পরিবর্তন চোখে পড়ে না। ৎ তাই যদি জল ঘাটের কারনে চামড়া কুচকে গিয়ে থাকে তা নিয়ে ভয় পাবার কোন কারণ নেই বরং এটা একেবারেই স্বাভাবিক।

Related Articles