কোরিয়ান দের নরম তুলতুলে মসৃণ ত্বক চাই? রহস্য লুকিয়ে রয়েছে এই উপাদানে
Skin care with rose water

Truth of Bengal,মৌ বসু: নরম তুলতুলে মসৃণ ত্বক সকলেই চান। ভয়াবহ দূষণ আর মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার জেরে আমাদের ত্বক ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবার পক্ষে সব সময় বিউটি পার্লার বা সালোঁতে গিয়ে সব সময় বিউটি ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। তাই ঘরোয়া উপায় ত্বকের যত্ন নিতে হবে। প্রাচীন কাল থেকে ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদে ত্বক মোলায়েম ও মসৃণ করতে গোলাপ জল ব্যবহার করা হয়। যুগ যুগ ধরে ভারতে মৃদু অ্যাসট্রিনজেন্ট গুণ বিশিষ্ট গোলাপ জল খাবার ও ত্বকের প্রসাধনীতে ব্যবহার করা হয়ে আসছে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল। ত্বককে প্রাণবন্ত করে তোলে৷ স্পর্শকাতর ও ব্রণপ্রবণ ত্বকের জন্য টোনার হিসাবে বিশেষ উপকারী গোলাপ জল। হাইড্রেটিং ও কুলিং গুণের জন্য গরমে ত্বকের যত্নে গোলাপ জল বিশেষ উপকারী। ত্বকের চুলকানি, লালচে ভাব কমাতে সাহায্য করে গোলাপ জল। অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাক্টেটিয়াল গুণবিশিষ্ট গোলাপ জল ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।
ত্বকের যত্নে গোলাপ জল কীভাবে ব্যবহার করবেন
১) টোনার: প্রাকৃতিক টোনার গোলাপ জল ত্বককে প্রাণবন্ত করে তোলে। ময়েশ্চারাইজ করে। অ্যাসট্রিনজেন্ট হিসাবে ঠান্ডা অনুভূতি মেলে। ত্বকে সরাসরি স্প্রে করে বা তুলোর বলে লাগিয়ে লাগানো যায় গোলাপ জল।
২) ফেস মাস্ক: ত্বকের ধরন অনুযায়ী ফেস মাস্ক তৈরি করে তার মধ্যে গোলাপ জল মিশিয়ে লাগান মুখে। ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে গোলাপ জল। অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমটরি গুণ রয়েছে বলে গোলাপ জল ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে।
৩) মেকআপ রিমুভার: স্পর্শকাতর ত্বকের জন্য প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসাবে কাজ করে গোলাপ জল। ত্বকের ক্ষতি না করে অ্যাসট্রিনজেন্ট হিসাবে কাজ করে গোলাপ জল। ধুলোবালি, ঘাম থেকে রক্ষা করে, ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গোলাপ জল।
৪) ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান। ত্বকের হারানো জেল্লা ফিরবে।
৫) মেকআপ সেটার: মেকআপ শুরুর আগে মুখে লাগান গোলাপ জল। ত্বক আর্দ্র হবে। ছিদ্র কম খুলবে। মেকআপ হয়ে যাওয়ার পরও স্প্রে করুন। অক্সিডাইজ প্রক্রিয়া হবে না।
৬) নিয়মিত গোলাপ জল লাগালে ত্বক মসৃণ ও টানটান হয়।
কীভাবে করবেন গোলাপ জলের ব্যবহার
১) কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তাতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বক উজ্জ্বল হবে। ভিটামিন সি ব্রণর সমস্যা দূর করে।
২) চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বক উজ্জ্বল হবে। ব্রণর সমস্যা দূর হবে। গোলাপ জল ও
চন্দন গুঁড়োতে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে বলে তা ব্যাক্টেরিয়ার সমস্যা দূর করে।
৩) মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।
৪) আদার রস ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। আদার মধ্যে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। আদার রস ও গোলাপ জলের মিশ্রণ ব্রণর সমস্যা দূর করতে কার্যকরী।