শীতের মরসুমে শরীর ও মনের ক্লান্তি ভাব কাটাবে সুগন্ধি মোমবাতি
Scented candles will relieve the fatigue of the body and mind during the winter season.

Truth Of Bengal: শীতের মরসুমে ঠান্ডা আবহাওয়ায় রুক্ষ ও শুষ্ক পরিস্থিতি বয়ে আনে শরীর ও মনেতে ক্লান্তি ভাব। কর্মব্যস্ত জীবন, ঠান্ডা আবহাওয়া তীব্র ক্লান্তি ডেকে আনে। ক্লান্তি কাটিয়ে শরীর ও মনকে সুস্থ রাখতে তরতাজা থাকা জরুরি। শরীর ও মনকে সুস্থ রাখতে ও শান্তি ফেরাতে সাহায্য করে সুগন্ধি মোমবাতি।
মনকে শান্ত করতে ও রিলাক্স মুডে থাকতে বাড়িতে কোন কোন গন্ধের সুগন্ধি মোমবাতি জ্বালাবেন—
১) মন শান্ত রাখতে জ্বালান ল্যাভেন্ডারের গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা কাটিয়ে উঠতে সাহায্য করে ল্যাভেন্ডার গন্ধের সুগন্ধি মোমবাতি। বাড়িতে তৈরি হবে শান্ত পরিবেশ।
২) বাড়িতে ইতিবাচক ভাইবস তৈরি করতে ও ক্লান্তি কাটিয়ে ফ্রেশ অনুভব করতে বাড়িতে জ্বালাতে পারেন লেবু, কমলালেবু ও আঙুরের গন্ধওয়ালা সুগন্ধি মোমবাতি।
৩) মনে নস্টালজিয়াকে উস্কে দিতে শীতের ঠান্ডা রাতে বাড়িতে উষ্ণতা ছড়াতে জ্বালান ভ্যানিলার গন্ধবিশিষ্ট সুগন্ধি মোমবাতি।
৪) ঠান্ডার মরসুমে বাড়িতে শান্তি, ইতিবাচক পরিবেশ তৈরি করতে গোলাপ ফুলের গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। বাড়িতে রোমান্টিক পরিবেশ তৈরি করতে রোজ সুগন্ধি মোমবাতির জুড়ি মেলা ভার।
৫) শান্ত পরিবেশ তৈরি করে শরীর ও মনকে সুস্থ ও তরতাজা রাখে চন্দনের গন্ধওয়ালা স্যান্ডালউড সুগন্ধি মোমবাতি।