স্বাস্থ্য

শরীরের কোন অংশে কখনো সুগন্ধি লাগাবেন না, জানুন এর পিছনে কি কারণ?

Never apply perfume to any part of the body, know the reason behind this?

Truth Of Bengal : মৌ বসু : নিজেকে সুন্দর দেখাতে ও সুন্দর রাখতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। নিজের সুন্দর রাখার খাতিরে আমরা সুগন্ধি ব্যবহার করে থাকি। কারণ, সুন্দর গন্ধ আমার মুড, মন মেজাজ ভালো রাখে। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। কিন্তু সুগন্ধিতে থাকে নানান রকমের রাসায়নিক। সুগন্ধি কিন্তু শরীরের সব অংশে লাগানো যায় না। কিছু অংশে সুগন্ধি লাগালে ত্বকের সংক্রমণ হয়।

আসুন দেখে নিই শরীরের কোন অংশে সুগন্ধি লাগাবেন না

১) সুগন্ধিতে অল্প পরিমাণে অ্যালকোহল বা মদ থাকে তাই চোখ আর মুখের থেকে দূরে রাখুন।

২) সরাসরি আন্ডার আর্ম বা বগলের তলায় সুগন্ধি স্প্রে করবেন না। অনেক সময় ত্বকের র্যাশ ও চুলকানি হয়।

৩) গোপনাঙ্গে কখনো সুগন্ধি লাগাবেন না। এতে সংক্রমণ হয়।

৪) মুখ আর নাকের আশপাশে সুগন্ধি লাগাবেন না। সুগন্ধির রাসায়নিক শরীরে ঢুকে যেতে পারে। অসুস্থ হয়ে পড়তে পারেন।

৫) ত্বকে যে জায়গায় কাটাছেঁড়া আছে সেখানে সুগন্ধি লাগাবেন না। জ্বুলুনি, চুলকানি হবে।

৬) পেট ও নাভির চারপাশে কখনো সুগন্ধি লাগাবেন না। ত্বক স্পর্শকাতর হলে চুলকানি হবে।

৭) কানের ভেতরে ও চারপাশে কখনো সুগন্ধি লাগাবেন না। সংক্রমণ হয়। কানের পেছনে অল্প পরিমাণে সুগন্ধি লাগাবেন।

সুগন্ধি লাগানোর আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন

ঘাম, ধুলোবালি, ময়লা থাকলে তার ওপর সুগন্ধি লাগাবেন না। এতে ত্বকের সংক্রমণ হয়। শেভিং করার পরই সুগন্ধি লাগাবেন না। সুগন্ধির রাসায়নিক থেকে সংক্রমণ হতে পারে। নতুন সুগন্ধি কেনার আগে ত্বকের ওপর প্যাচ টেস্ট করে নিন। হাতের ওপর অল্প পরিমাণে সুগন্ধি লাগিয়ে দেখুন কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। তারপর কিনুন। সুগন্ধির পাত্র ঠিকমতো রাখবেন। ছিপি আটকে রাখুন যাতে ধুলোবালি, ব্যাক্টেরিয়া না ভেতরে ঢুকতে পারে। ভালো মানের সুগন্ধি কিনবেন। ভেজাল সুগন্ধিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে। বেশি পরিমাণে সুগন্ধি লাগাবেন না। ত্বকের সংক্রমণ হতে পারে। হাতের কবজি, ঘাড়, কনুই, কানের পেছনে যেখানে পালস পয়েন্ট আছে সেখানে সুগন্ধি লাগাবেন। তাতে দীর্ঘ সময় ফ্রেশ লাগবে।

বেশি পরিমাণে সুগন্ধি ব্যবহার করলে কী হয়

সুগন্ধিতে ইথানল, অ্যাসিটোন, ফরমালডিহাইডের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে যাতে শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। অতিরিক্ত সুগন্ধি লাগালে অ্যাজমা, সিওপিডির সমস্যা হতে পারে। সুগন্ধিতে অনেক সময় ফ্যালেটের মতো ক্ষতিকর টক্সিন থাকে যার ফলে ফুসফুসের রোগ হয়। সুগন্ধির রাসায়নিক থেকে অ্যালার্জি হয়। দীর্ঘ সময় ধরে একটানা বেশি পরিমাণে সুগন্ধি লাগিয়ে রাখলে ক্রনিক সাইনাস ইনফ্লেমেশন হয়। অনেক সময় কড়া সুগন্ধিতে মাথা ঘোরা, বমিবমি ভাব দেখা যায়।