স্বাস্থ্য
Trending

মোটা হচ্ছে পৃথিবী, গোটা বিশ্বে ১০০ কোটির বেশি ও ভারতে সাড়ে ১২ কোটির বেশি শিশু স্থুলকায়

More than 12.5 crore children are obese in India

The Truth Of Bengal, Mou Basu : মোটা হচ্ছে গোটা পৃথিবী। মধ্যপ্রদেশ স্ফীত হচ্ছে বেশিরভাগ মানুষের। ২০২২ সালে ৮৮ কোটি ব্যক্তি ও ১৫ কোটি ৯০ লাখ শিশু স্থুলকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ল্যানসেটের সমীক্ষায়। সবচেয়ে বেশি স্থুলকায় ব্যক্তির বাস আমেরিকান সামোয়া ও নাউরু দ্বীপে আর সবচেয়ে বেশি মোটা মহিলার বাস টঙ্গা ও আমেরিকান সামোয়া দ্বীপে। স্থুলকায় মানুষের নিরিখে ১৯০টি দেশের মধ্যে স্থুলকায় পুরুষদের নিরিখে ৫৫তম স্থানে আছে ব্রিটেন, স্থুলকায় মহিলাদের নিরিখে ৮৭তম স্থানে আছে। মহিলাদের নিরিখে আমেরিকা আছে ৩৬তম ও পুরুষদের নিরিখে দশম স্থানে আছে।

কম স্থুলকায় পুরুষদের নিরিখে ভারতের স্থান ১৯তম। পুরুষদের নিরিখে ভারতের স্থান ২১তম। অন্যদিকে পৃথক আরও একটি সমীক্ষায় ২০২২ সালে ভারতে ৫ থেকে ১৯ বছরের মধ্যে সাড়ে ১২ কোটি স্থুলকায় নাবালক রয়েছে। ১৯৯০ সালে সংখ্যাটা ছিল ৪০ লাখ। ভারতে সাড়ে ১২ কোটি শিশুর মধ্যে স্থুলকায় ৭৩ লাখ ছেলে আর ৫২ লাখ মেয়ে। গোটা বিশ্বে স্থুলকায় ব্যক্তির সংখ্যা ১০০ কোটি পেরিয়েছে। এনএসডি- রিস্ক ফ্যাক্টর কোলাবোরেশনের বিজ্ঞানী দল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমীক্ষায় দেখা গেছে ১৯৯০ সালের তুলনায় ২০২২ সালে স্থুলকায় ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ৪ গুন।

ব্রিটেনের লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ এজ্জাতি জানান গোটা বিশ্বে গরিব দেশের শিশুরা যখন একদিকে অপুষ্টির শিকার হচ্ছে তখন বাকি দেশগুলোতে স্থুলতার সমস্যা মহামারির আকার নিচ্ছে। ল্যানসেটের সমীক্ষায় দেখা গেছে, ২০২২ সালে ভারতে ৯.৮% মহিলা স্থুলকায়। ১৯৯০ সালে সংখ্যাটা ছিল ১.২%। ২০২২ সালে ভারতে ৫.৪% পুরুষ মোটা রয়েছে। ভারতে ২০২২ সালে ৩.১% মেয়ে আর ৩.৯% ছেলে মোটা।

 

FREE ACCESS

Related Articles