স্বাস্থ্য

বাইরে এখন মাঝে মধ্যেই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে নিজের চুলের যত্ন নেবেন কিভাবে?

It's raining outside now, how to take care of your hair in this rain?

The Truth Of Bengal: অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজ্যজুড়ে। একটু শান্তিতে ঘুমোতে পারছে বঙ্গবাসী। যতই গরম পড়ুক বা বৃষ্টি হক, আপনাকে অফিস সেই যেতেই হচ্ছে। অনেকেদিন রাজ্যে বৃষ্টি নেই বলে অফিসে ছাতা নিয়ে যাওয়ার অভ্যেস টাও একদম গেছে। ঠিক বেরোতে যাবেন অফিস থেকে আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি। কিভাবে বাঁচাবেন নিজেকে? বৃষ্টির জলে অ্যাসিড থাকে বলে বিশেষজ্ঞদের মতে এই জল একবার মাথায় পড়লেই অবশ্যই আপনাকে শ্যাম্পু করতে হবে।

জানুন কিভাবে বৃষ্টির জল থেকে নিজের চুলকে রক্ষা করবেন। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির জলে থাকে ধুলো বালি নানা দূষণ, তাই সেই জল আপনার চুলে লাগলে অত্যাধিক পরিমাণে চুল উঠবে আপনার। মাথার চুল চিরুনি দিয়েব আঁচড়াতে পারবেন না এতটাই চিটে হয়ে যাবে আপনার চুল। তাই যখনই চুলে বৃষ্টির জল লাগবে আপনাকে তাড়াতাড়ি সেই জল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

আবার বৃষ্টির জল মাথায় লাগলে সেই আপনার মাথায় সেই জল বসে গিয়ে ঠাণ্ডা লেগে যেতে পারে। চুলে জট ও লাগবে। যদি তড়িঘড়ি মাথা ধুয়ে না ফেলেন তাহলে সেই জল থেকে আপনার খুশকিও হতে পারে। শুধু শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুলেই হবেনা, নিয়মিত তেল দিতে হবে চুলে। মাঝে মধ্যে একটু তেল দিয়ে মালিশ করতে হবে। চুলকে মজবুত করতে মাঝে মধ্যে আপনাকে আমলকী, টক দই, ডিমের কুসুম, পেঁয়াজ এইসব মাথায় নিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে তা ভালো করে ধুয়ে ফেলতে হবে।

Related Articles