দোলের রঙ থেকে চুল বাঁচাবেন কী করে? জেনে নিন এই টিপসগুলি
How to save your hair from fading? Know these tips

Truth Of Bengal: সামনেই রঙের উৎসব দোল বা হোলি। গোটা ভারতই মেতে উঠবে রঙ খেলায়। ভেষজ আবির হোক কিংবা সাধারণ আবির বা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙ, যা দিয়েই রঙ খেলুন না কেন, ত্বক ও চুলের যত্ন সঠিক ভাবে না নিলে, সব আনন্দই মাটি। তাই আগে থেকে সতর্ক না থাকলে বিষাক্ত রঙের কারণে চুল পড়তে শুরু করবে, ত্বকেরও হবে দফারফা।
আগে ভাগে কীভাবে নেবেন ত্বক ও চুলের যত্ন
কয়েক দিন আগে থেকেই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে যথাযথ ভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর্দ্র ত্বক রঙ শুষে নেয় না। সহজে পরিষ্কার করা যায়। মুখে ব্রণ, ফুসকুড়ি হলে, সেই স্পর্শকাতর ত্বকে রঙ লাগাবেন না। না হলে ত্বকের চুলকানি সমস্যা হয়।
ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙ নয় অর্গানিক। ভেষজ আবির দিয়ে রঙ খেলুন। চুল রঙ খেলার আগে ভালো করে বেঁধে নিন। চুলে কাপড় বা বান্ডানা বেঁধে নিন। চোখে রোদচশমা পরুন। চোখ বাঁচিয়ে রঙ খেলুন। মেকআপ লাগিয়ে রঙ খেলবেন না। এতে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। ত্বকের সমস্যা হয়।
রঙ খেলার পর ত্বকের কী যত্ন নেবেন
রঙ খেলার পর মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে নিন মুখ। সাবান দিয়ে ঘষবেন না। ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ ও গা, হাত, পা। গরম জলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। রঙ না উঠলে হালকা ভাবে নরম কাপড় দিয়ে ঘষুন। প্রাকৃতিক উপাদান যেমন টক দই, মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ফেসপ্যাক লাগান। অল্প সময়ের জন্য রেখে মুখ পরিষ্কার করে নিন। রঙ উঠে যাবে। অ্যালোভেরা, মধু, শশার রস লাগালে ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা ফিরে আসবে।
রঙ খেলার আগে থেকেই ভালো করে ত্বকের ময়েশ্চারাইজ করুন। রঙ খেলবেন বাইরে চড়া রোদে তাই সানস্ক্রিন লাগান। চুল রুক্ষ ও শুষ্ক রাখবেন না। ভালো করে তেল লাগিয়ে নিন। কারণ এরপর শ্যাম্পু ব্যবহার করে পরিষ্কার করলেও চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে না। ঠোঁটে লিপবাম লাগাবেন।