আপনার কি চোখে অ্যালার্জি হয়? তাহলে সাবধান, হতে পারে মারাত্মক পরিণতি
Do you have eye allergies? So be careful, there may be serious consequences

The Truth Of Bengal, Mou Basu : কখনো ভ্যাপসা, কখনো শুষ্ক। কিন্তু ‘গরমাসুর’-এর হাত থেকে রেহাই নেই। গরম যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে চোখের স্ট্রোকের ঘটনাও। চোখেও হয় স্ট্রোক। এবছর যা গরম পড়েছে এদেশে তাতে গোটা দেশেই ৭৫% মানুষ ডিহাইড্রেশন বা জলশূন্যতার শিকার হয়েছে। প্রতি ৫ জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ হিটওয়েভ। প্রবল গরমে শুধু হার্ট আর মস্তিষ্কই ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতি হয় অন্ত্র, লিভার, কিডনি, ফুসফুস এমনকি চোখেরও। গরম হাওয়ার হলকার জেরে দফারফা হয় চোখের। এর জেরে চোখের কর্নিয়ার কোষ ফুলে যায়। চোখের স্ট্রোকের আশঙ্কা বাড়ে। গরমের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। রেটিনায় রক্ত জমাট বেঁধে যায়। চোখে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থুলতা, উদ্বেগে ক্ষতি হয় চোখের। গরমে রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা বাড়ে। তাই গ্লুকোমার ঝুঁকি বাড়ে গরমে।
চোখে গরমের জন্য স্ট্রোকের ঝুঁকি আছে কিনা কী উপসর্গ দেখে বুঝবেন
১) অ্যালার্জি। ২) কর্নিয়ার কোষে ফোলা ভাব। ৩) চোখ ফুলে ওঠা। ৪) চোখ শুকনো হয়ে যায়। ৫) কনজাংটিভাটিস। ৬) রেটিনায় রক্ত জমাট বেঁধে যাওয়া। ৭) চোখে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়। ৮) চোখের মধ্যে গ্রে রঙের স্পট দেখা দেবে। ৯) চোখের একাংশে বা গোটা চোখেই ধোঁয়াশা দেখা। ১০) ধীরে ধীরে বা আচমকা দৃষ্টিশক্তি হারানো। ১১) কখনো চোখে যন্ত্রণা অনুভব করা। ১২) রেটিনাতে লালচে ভাব দেখা যায়।