লাইফস্টাইলস্বাস্থ্য

পছন্দের কফি বলে দেবে আপনি মানুষ কেমন

Choice of coffee will tell you what kind of person you are

The Truth Of Bengal: শরীরী ভাবভঙ্গিমা বা বডি ল্যাংগুয়েজ হল পৃথিবীর আদিমতম ভাষা। মনের মধ্যের অনুভূতি ফুটে ওঠে শরীরের ভাবভঙ্গিমার মাধ্যমে। তেমনই পছন্দের খাওয়াদাওয়াও বলে দেয় আপনি মানুষ কেমন। ব্যক্তিত্ব ফুটে ওঠে পছন্দের কফির ফ্লেভারের মাধ্যমে। তাই কফির কাপে তর্কের তুফান তোলাই নয় পছন্দের কফির ফ্লেভার আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতেও সাহায্য করে।

যেমন, কারোর যদি এসপ্রেসো কফি পছন্দ হয় তাহলে সেই ব্যক্তির ব্যক্তিত্ব খুব বোল্ড হয়। কোনো জিনিস বাড়িয়ে বলতে ভালোবাসে না। খুব প্র্যাক্টিকাল হয়। অত্যন্ত স্বাধীনচেতা হয়। সামাজিক ভাবে বন্ধুবৎসল আবার নিজের সঙ্গে সময় কাটাতেও পছন্দ করেন। যারা Latte ফ্লেভারের কফি পছন্দ করেন তাঁদের অ্যাসথেটিক সেন্স প্রখর হয়। জীবনের ছোটো ছোটো বিষয় আনন্দ পায়। অ্যাডভেঞ্চার পছন্দ নয়। চেনা বৃত্তের বাইরে বেরোয় না।

দুধ ছাড়া ব্ল্যাক কফি পছন্দ হলে তাঁরা খুব শক্ত মনের মানুষ। জীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা। জীবনে যাই ঝড়ঝাপটা আসুক না কেন যে কোনো পরিস্থিতিতেই মানসিক ভাবে অবিচল থাকতে পারেন। অত্যন্ত আত্মবিশ্বাসী। নিজের লক্ষ্যে স্থির থাকেন। আত্মনিয়ন্ত্রণ প্রচুর। ব্যক্তিগত জীবনে সুশৃঙ্খল। যাঁরা আইসকফি খেতে পছন্দ করেন তাঁরা মন শিশুদের মতো সহজ সরল। খুব হাসিখুশি প্রকৃতির হন। মস্তিষ্ক নয় মনের কথা শুনে চলেন। একঘেয়েমি পছন্দ নয়।

Related Articles