স্বাস্থ্য

ভারতে বাড়ছে ক্যান্সারে মৃত্যুর হার! সবচেয়ে বেশি ঝুঁকিতে নারীরা: গবেষণা

Cancer death rate rising in India! Women at highest risk: Study

Truth Of Bengal: একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভারতে ক্যান্সারে আক্রান্তদের মধ্যে প্রতি পাঁচ জনে তিন জনই মৃত্যুবরণ করেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। ‘দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথইস্ট এশিয়া’ জার্নালে প্রকাশিত গবেষণাটি বলছে, ক্যান্সার আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বে তৃতীয়, চীন ও যুক্তরাষ্ট্রের পরেই। এছাড়া, বিশ্বব্যাপী ক্যান্সারে মৃত্যুর মধ্যে ১০ শতাংশই ঘটে ভারতে, যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে ক্যান্সারে আক্রান্ত প্রতি চার জনে একজন মারা যান, চীনে এই হার প্রতি দুই জনে একজন। কিন্তু ভারতে মৃত্যুহার আরও বেশি, যা আগামী দুই দশকে আরও বেড়ে যেতে পারে।

নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত কেন?

গবেষণায় দেখা গেছে, ভারতে নারীদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি, যা নতুন ক্যান্সার রোগীদের ১৩.৮ শতাংশের জন্য দায়ী। জরায়ু মুখ ক্যান্সারও নারীদের মধ্যে অন্যতম প্রধান ক্যান্সার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীদের বেশি আক্রান্ত হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে—

১. দেরিতে রোগ নির্ণয়: অনেক নারী সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার বা অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। ফলে ক্যান্সার নির্ণয়ের সময় অনেক দেরি হয়ে যায়।

২. চিকিৎসা সুবিধার অভাব: গ্রাম ও ছোট শহরগুলোতে উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও আধুনিক চিকিৎসার অভাবের কারণে অনেক নারী যথাযথ চিকিৎসা পান না।

৩. আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা: অনেক পরিবারে নারীদের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না। অর্থনৈতিক সমস্যা থাকলে ক্যান্সার পরীক্ষার জন্য ব্যয় করা কঠিন হয়ে পড়ে, ফলে রোগ ধরা পড়তে দেরি হয়।

সমাধান কী?

বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারে মৃত্যুর হার কমাতে হলে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। ডা. সাজ্জন রাজপুরোহিত বলেন, “স্তন ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার ও ওরাল ক্যান্সারের জন্য বড় পরিসরে স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা প্রয়োজন।”

এছাড়া, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রোগ নির্ণয়ের ব্যবস্থা সহজলভ্য করাও জরুরি। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে আগামী দিনে ভারতের ক্যান্সার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

Related Articles