বডি লোশন না বডি অয়েল, ত্বকের পক্ষে কোনটা ভালো
Body lotion or body oil, which is better for the skin?

Truth of Bengal: মৌ বসু: শীতের মরসুমে রুক্ষ ও শুষ্ক আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে আমরা প্রত্যেকেই গায়ে হাতে পায়ে মাখি বডি লোশন বা বডি অয়েল। ২টিরই আছে আলাদা আলাদা উপকারিতা। কিন্তু ত্বক অনুযায়ী বডি লোশন বা বডি অয়েল ব্যবহার করা উচিত।
বডি অয়েল
শতাব্দীর পর শতাব্দী ধরে বহু দেশে বডি অয়েল ব্যবহারের প্রচলন আছে। ত্বকের পুষ্টি জোগাতে ও ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা বজায় রাখতে বডি অয়েল বা তেল মাখার প্রচলন আছে। নারকেল, জোজোবা, আমন্ড, আরগানের মতো তেলে থাকে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বকের ভেতরে ঢুকে গিয়ে ত্বকের পুষ্টি জোগায় আর আর্দ্র রাখে।
বডি অয়েল ত্বকের স্বাভাবিক সেবামে মিশে যায়। রুক্ষ, শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য বডি অয়েল খুব উপকারী। এতে ত্বক নরম, মসৃণ ও জেল্লাদার হয়। স্নানের আগে বা পরে বা ম্যাসাজ করতে বডি অয়েল লাগান। তবে ব্রণপ্রবণ তৈলাক্ত ত্বকে বডি অয়েল লাগালে ছিদ্র বন্ধ হয়ে যায়।
বডি লোশন
বডি লোশনে থাকে জল ভিত্তিক ইমালশন, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড। যাতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও রয়েছে পেট্রোল্যাকটাম বা ডিমেথিকোন যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য রক্ষাকবচ তৈরি করে। স্পর্শকাতর ত্বকে, অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে বডি লোশন ব্যবহার করা উচিত।