স্বাস্থ্য

সূচ ফোটাতে হবে না তাও জানা যাবে রক্তে শর্করার মাত্রা, কীভাবে?

Blood sugar levels can be known without needing to prick the needle, how?

The Truth of Bengal,মৌ বসু : রক্তে শর্করার মাত্রা মাপার জন্য চিরাচরিত সূচ ফোটাতে হয় শরীরে। কিন্তু সেটাও খুব যন্ত্রণাদায়ক। এবার থেকে আর সূচ ফোটাতে হবে না, তাও মাপা যাবে রক্তে শর্করার মাত্রা। আঙুলের আংটির সাহায্যেই মাপা যাবে শর্করার মাত্রা। সৌজন্যে ২ বিজ্ঞানী হয়ইয়ং কিয়ন ও আন্দ্রিয়া আলু। নন ইভেসিভ এই পদ্ধতির মাধ্যমে সরাসরি রক্তে শর্করার মাত্রা মাপা যায়।

কীভাবে এই অভিনব আংটি শর্করার মাপা যায়?

আঙুলে আংটি পরলেই রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিকম্যাগনেটিক ওয়েভ ত্বকের মাধ্যমে প্রবেশ করে। রক্তের শর্করার মাত্রা অনুযায়ী ইন্টিগ্রেটেড ডিটেক্টর ও অ্যামপ্লিফায়ার ইঙ্গিত পাঠায়। বিজ্ঞানীদের আশা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিয়মিত রক্তে শর্করার মাত্রা মাপা জরুরি। সেক্ষেত্রে এমন অভিনব যন্ত্রের সাহায্যে খুব সহজে রক্তে শর্করার মাত্রা মাপা যাবে।