স্বাস্থ্য

ক্ষত সারাবে কলা, তাক লাগালেন ভারতীয় বিজ্ঞানীরা

Bananas will heal wounds, Indian scientists said

The Truth Of Bengla,Mou Basu :নজির সৃষ্টি করলেন ২ ভারতীয় বিজ্ঞানী। আমরা জানি কলাগাছের কোনো কিছুই ফেলা যায় না। অত্যন্ত উপকারী ফল কলা।আবার ফলের পাশাপাশি মোচা, থোর, কলাপাতার মতো কলাগাছের সবকিছুই মানুষের উপকারে লাগে। কলার আরও এক গুণ সামনে এনে দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন ২ ভারতীয় বিজ্ঞানী। কলা যে কোনও ধরনের জখম সারাতেও কাজে লাগানো সম্ভব তা তাঁরা দেখিয়ে দিয়েছেন।অসমের ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএএসএসটি)-র ২ বিজ্ঞানী অধ্যাপক দেবাশিস চৌধুরী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রাজলক্ষ্মী দেবী কলার ফাইবারকে কাজে লাগিয়ে নতুন এক ড্রেসিং তৈরি করেছেন, যা দিয়ে দ্রুত জখম সারানো যেতে পারে।

২ বিজ্ঞানীর দাবি, এর ফলে একদিকে যেমন ক্ষত সারানোর জন্য প্রয়োজনীয় ড্রেসিংয়ের খরচ অনেকটাই কমে যাবে। তেমনই ড্রেসিং আবার পরিবেশবান্ধবও হবে। একইসঙ্গে সহজেই ক্ষত সেরে যাবে।
বিজ্ঞানীরা থোর ও কলার ফাইবার ব্যবহার করেছেন। এছাড়াও কলার ফাইবারের সঙ্গে চিটোসান নামে এক ধরনের বায়োপলিমার এবং গুয়ার গাম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেছেন তাঁরা। এতে একদিকে যেমন পরিবেশবান্ধব ড্রেসিং মেটেরিয়াল শক্তপোক্ত হয়েছে তেমনই তা অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হয়েছে। বায়োপলিমার কম্পোজিট মিশ্রণে Vitex negundo L নামে গাছের রস মেশানো হয়েছে জীবাণুরোধক করে তুলতে।

২ বিজ্ঞানীর দাবি, কলাগাছের মতো সহজলভ্য গাছের উপাদান দিয়ে তৈরি এমন পরিবেশবান্ধব ড্রেসিংয়ের ক্ষত সারাতে খরচ তেমন করতে হবে না। ক্ষত সারাতে প্রয়োজনীয় ড্রেসিংয়ের ক্ষেত্রে এই কলার নতুন ড্রেসিং বায়োমেডিক্যাল রিসার্চের ক্ষেত্রে নয়া নজির তৈরি করল বলেই মনে করছে বিজ্ঞানী মহল। Biological Macromolecules নামে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

Free Access