কলকাতাস্বাস্থ্য

ফের মাথা চাড়া দিচ্ছে করোনা, জেএন.১-এ আক্রান্ত ৮৮ জন

88 people affected by JN.1 Virus

The Truth of Bengal: ফের ৮৮ জনের শরীরে করোনার নয়া রুপ। জেএন.১-র সন্ধানে উদ্বেগ বাড়িয়েছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৯৬টি নমুনায় জেএন.১ সংক্রমণের অস্তিত্ব মিলেছে। তিন দফায় ২৭২টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ৯৬ জেএন.১ আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, ৮ ডিসেম্বর ৮৮টি, ২৬ ডিসেম্বর ২৬টি এবং ২ জানুয়ারি ১৫৮টি নমুনা রাজ্য স্বাস্থ্য দফতর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠিয়েছিল ইনসাকগ-এর সদস্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে।
সেগুলির জিন বিশ্লেষণ করে তিন দফায় ৯৬ জনের শরীরে জেএন.১ মিলেছে।দেশের যে ১৭টি রাজ্যে জেএন.১ পাওয়া গিয়েছে, সংখ্যার বিচারে সেই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কর্নাটক ও মহারাষ্ট্রে এবং কেরলে।