
Truth Of Bengal Desk: ছোট খাটো রোগ সাড়াতে কেন সবসময় ছুটতে হবে ডাক্তারের কাছে? আপনি কি জানেন আপনার রান্না ঘরের মধ্যেই এমন অনেক জিনিস আছে যা একমিনিটে আপনাকে সুস্থ করে তুলতে পারে। অধিকাংশ রান্নার ফোড়ন দিতে আপনারা নিশ্চয়ই তেজপাতার ব্যবহার করেন। আর এই তেজপাতার মধ্যেই রয়েছে একাধিক উপকারিতা। যা আপনার যে কোনও অসুস্থতা খুব সহজেই দূর করতে সক্ষম। এক ঝলকে নিচের প্রতিবেদনে দেখে নিন তেজপাতা খেলে আপনার দেহে কি কি রোগ নিরাময় হবে।
১। যাদের পেটের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই খাওয়া উচিত তেজপাতা। তেজপাতা খেলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে।
২। আপনার কি মাঝে মধ্যেই কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যা হয়। তাহলে অবশ্যই রান্নার ক্ষেত্রে ব্যবহার করুন তেজপাতা।
৩। আবার গরম জলে ফুটিয়েও তেজ পাতা খেতে পারবেন। রোজ সকালে গরম জলে তেজ পাতা ফুটিয়ে খেলে আপনার অনেক রোগ নিরাময় হবে।
৪। আপনার কি মানসিক চাপ রয়েছে। মাঝে মধ্যে কাজ করতে করতে হতাশ হয়ে পড়েন। তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট । যা মানসিক চাপ থেকে মুক্তি দেয়। তাই চায়ের মধ্যে তেজপাতা ফুটিয়ে খান দেখেবন অনেকটা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।
৫। এই হাওয়া বদলের সময়ে প্রচণ্ড ঠাণ্ডা লেগেছে আপনার? চা এর সঙ্গে লবঙ্গ, তেজপাতা সব ফুটিয়ে খান। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সর্দি কাশি সব নিমেষের মধ্যে উধাও।