ফিচার

রাশিয়াকে অস্ত্র বিক্রি করলে, মূল্য চোকাতে হবে, উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের

USA aware North Korea for not selling weapon to Russia

The Truth of Bengal: রাশিয়াকে অস্ত্র বিক্রি করলে, ব্যাপক মূল্য চোকাতে হবে উত্তর কোরিয়াকে। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে। মার্কিন প্রশাসনিক সূত্রের খবর, অস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং সেই পথে না হাঁটলেই সবার পক্ষে মঙ্গল।

ইউক্রেন যুদ্ধের পর থেকে ধাপে ধাপে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলি। তেল, গ্যাস থেকে অস্ত্র এবং পণ্য সবদিক থেকেই চাপ সৃষ্টি করা হয়েছে মস্কোর প্রতি। যদিও কয়েকটি দেশ, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়েই মস্কোর সঙ্গে বাণিজ্য করে চলেছে। মার্কিনযুক্তরাষ্ট্র সেই দেশগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেও, তেমন কড়া পদক্ষেপ এখনও করতে পারেনি। কিন্তু এবার উত্তর কোরিয়ার ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তি নিয়ে একটি আলোচনা হতে পারে। যা আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। মার্কিন কূটনৈতিকমহলের মত, ইউক্রেন যুদ্ধের পর, রাশিয়ার অস্ত্র সামগ্রীর ভাণ্ডার অনেকটাই কমেছে। অর্থের অভাবে, তারা অস্ত্র উৎপাদনও করতে পারছে না। ফলত, অন্য দেশ থেকে, তারা তেল ও গ্যাসের বিনিময়ে অস্ত্রক্রয়ের চুক্তি করছে।  আর সেই অস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেন। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, রাশিয়া লাগাত আক্রমণ চালিয়েছে, ইক্রেনের নানা শহরের পরিকাঠামোগুলিতে। শস্যের সংরক্ষণাগারগুলিতে।

ফলে, উত্তর কোরিয়া যদি তাদের অস্ত্র বিক্রির চুক্তি করে মস্কোর সঙ্গে, তাহলে তার ফল ভালো হবে না। এর জন্য আন্তর্জাতিক স্তরে উত্তর কোরিয়াকে মূল্য চোকাতে হবে। আগেও একবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আশঙ্কা বার্তা প্রকাশ করা হয়েছিল, পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিম জং উন। মার্কিন সংবাদমাধ্যমের সেই দাবিকে উড়িয়ে দিয়েছিল ক্রেমলিন।

Related Articles