গতি কমছে পৃথিবীর, দুই মেরুর বরফ গলে জলবায়ু পরিবর্তন, চরম সংকটে মানব সমাজ
The speed of the earth is slowing down, the melting of the two polar ice caps, climate change, human society is in extreme crisis

The Truth of BENGAL: পরিবেশ পরিবর্তনের কারণে গলে যাচ্ছে পৃথিবীর দুই মেরুর বরফ। এর পেছনে রয়েছে পৃথিবীর গতিপথও। একটি নতুন গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর ঘূর্ণন পরিবর্তন হচ্ছে। নতুন একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, পৃথিবী নিজের স্থান পরিবর্তন করার ফলে নিজের অক্ষের উপর আবর্তন গতি কিছুটা হলেও কমেছে এর ফলে অনেকটাই পরিবর্তন হচ্ছে পৃথিবীর পরিবেশ। পৃথিবীর জোয়ার ভাঁটা নিয়ন্ত্রণ করে চাঁদ। তবে গ্রীণহাউস গ্যাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদের টানও।
মহাকাশবিজ্ঞানী বেনেডিক্ট সোজার মতে, পৃথিবীতে মানুষের যে প্রভাব রয়েছে তা আমাদের কল্পনার থেকেও বেশি। ভবিষ্যতে পৃথিবী সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই মানুষকেই সবার থেকে বেশি দায়িত্ব নিতে হবে। পৃথিবী নিজের কক্ষের উপর সামান্য হলেও স্থান পরিবর্তন করায় গলে যাচ্ছে বরফ । শুধু তাই নয়, পৃথিবীর গতি কিছুটা হলেও কমে যাচ্ছে। বিজ্ঞানীদের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর বরফ আরও গলবে। দিনের সময়সীমাও বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে পৃথিবীর মানুষদের উপর।