জানেন কি? শান্তিনিকেতনে বসেই নোবেল প্রাপ্তির খবর পেয়েছিলেন রবীন্দ্রনাথ! অবাক করা মজার কাণ্ড শুনলে আপনি আশ্চর্য হবেন
Rabindranath received the news of receiving the Nobel while sitting in Santiniketan

The Truth of Bengal, মৌ বসু : তিনিই এশিয়ার প্রথম নোবেলজয়ী। একইসঙ্গে তিনিই প্রথম ইউরোপীয় নন যিনি সাহিত্যে নোবেল পুরস্কারের মতো সম্মান অর্জন করেছেন। ১৯৩১ সালে কবিগুরুকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তখন তিনি ছিলেন শান্তিনিকেতনে। রবিজীবনী অনুসারে তাঁর ঠিকানা সুইডিশ অ্যাকাডেমির কাছে ছিল না। প্রকাশনা সংস্থা McMillan এর মাধ্যমে কবিকে আনুষ্ঠানিক ভাবে টেলিগ্রাম করে সুইডিশ অ্যাকাডেমির তরফে নোবেল জয়ের খবর জানানো হয়।
১৪ নভেম্বর লন্ডন থেকে আসে সেই টেলিগ্রাম। তাতে ইংরেজিতে লেখা ছিল, “Rabindranath Tagore 6DN Tagore Lane Jorasanko Calcutta Swedish Academy Awarded you Nobel Prize in Literature. Please Wire Acceptance Swedish Minister Calcutta/15 No 13/ GPO” কিন্তু সঙ্গে সঙ্গে সুইডিশ অ্যাকাডেমির তরফে পাঠানো এই টেলিগ্রাম হাতে পাননি রবীন্দ্রনাথ। তিনি তখন শান্তিনিকেতনে। ১৬ নভেম্বর তাঁকে টেলিগ্রাম করে নোবেল পুরস্কার পাওয়ার কথা জানান জামাই নগেন্দ্রনাথ। এছাড়াও রবীন্দ্রনাথকে টেলিগ্রাম করে নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান মণিলাল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত ও চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্যর উইলিয়াম রথেনস্টাইনও কবিকে টেলিগ্রাম করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানান। কবিও পাল্টা টেলিগ্রাম করে রথেনস্টাইনকে কৃতজ্ঞতা জানান। তবে রসিক কবি জনগণের উন্মাদনা দেখে তাঁর ভয় হচ্ছে বলেও জানান। কবি এটাও জানান এমন ব্যক্তি যিনি সারাজীবনে তাঁর একটাও সাহিত্য সৃষ্টিও পড়েননি তেমন ব্যক্তিও আনন্দ উন্মাদনায় ভাসছেন।