ফিচার

‘লিংতাম ললিপপ’ উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ

Official release of the novel 'Lingtam Lollipop'

Truth Of Bengal: বিশিষ্ট কবি, আঞ্চলিক ইতিহাস গবেষক, লেখক শুভেন্দু দত্তর ‘লিংতাম ললিপপ’ উপন্যাসটির আনুষ্ঠানিক প্রকাশ ও তৎসহ ‘বসন্ত বরণ’ অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার রসপুরের বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রের সভা ঘরে। বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ সরকার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আকরাম হোসেন ও বিশিষ্ট কবি, সম্পাদক অধীরকৃষ্ণ মন্ডল গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

এই উপন্যাসটি সিকিমের ওল্ড সিল্ক রুটের উপর বাংলা ভাষায় লেখা সম্ভবত প্রথম রহস্য রোমাঞ্চকর ভ্রমণ উপন্যাস। যার সঙ্গে মিশে রয়েছে কল্প বিজ্ঞান। গ্রন্থ প্রকাশের পর অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে মনিরুল ইসলাম, সুমন মুখোপাধ্যায়, নিবেদিতা মন্ডল চট্টোপাধ্যায়, শিবানী মুখোপাধ্যায়, সৌরেন নন্দ, প্রণব হাজরা প্রমুখের উপস্থিতিতে ও উজ্জ্বল উপস্থাপনায়। শিল্পী সন্দীপ দিয়াসির নান্দনিক মঞ্চ সজ্জা চোখে পড়ার মতো।

Related Articles