মার্কিন হুঁশিয়ারিকে উড়িয়ে উত্তর কোরিয়ার ক্ষমতা প্রদর্শন, প্রকাশ্যে বিশেষ সাবমেরিন
Kim Jong Un

The Truth of Bengal: উত্তর কোরিয়ার আর্থিক পরিস্থিতি কী অবস্থায় রয়েছে, তা জানে গোটা বিশ্ব। তা সত্ত্বেও, যুদ্ধঅস্ত্র ও পারমাণবিক অস্ত্র নির্মাণে পিছু হঠছে না তারা। এমই একটি বার্তা দিয়েছিল, কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম। অতি সম্প্রতি একটি সাবমেরিনের নামকরণ অনুষ্ঠান করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি দাবি করেছেন, এই নয়া সাবমেরিন পারমাণবিক অস্ত্রবহন করতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে চাপা উত্তেজনা ছিল উত্তর কোরিয়া। এবার রাশিয়ার সঙ্গে অস্ত্র রফতানি নিয়ে যে চুক্তি করার কথা রয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল আমেরিকা। সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, রাশিয়াকে অস্ত্র বিক্রি করলে মূল্য চোকাতে হবে উত্তর কোরিয়াকে। যদিও এই বিষয়টি নিয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেয়নি পিয়ং ইয়ং। বরং কয়েকদিনের মধ্যেই তারা প্রকাশ্যে আনল বিশেষ সাবমেরিনের ছবি। আর এই সাবমেরিনের নামকরণ নিয়ে একটি জমজমাট অনুষ্ঠানেও আয়োজন করা হয়।
যুদ্ধের জন্য ব্যবহৃত ডুবো জাহাজ যে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, সেই বার্তাও দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক সংক্রান্ত অস্ত্র যে তৈরি করতে চায়, তা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, কিম জং উন একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছেন,। সেখানে নৌসেনার কর্মকর্তারাও রয়েছেন তাঁর পাশে। পাশে একটি একটি কালো রঙের সাবমেরিন দেখা যায়, যেটি পারমাণবিক অস্ত্র চালু করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।