পৃথিবীর গোপন তথ্য ফাঁস করতে মহাকাশে বিশেষ নজির গড়ল নাসা
NASA created a special precedent in space to reveal the secret information of the world

The Truth of Bengal,Mou basu: পৃথিবীর ২টি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল হিসাবে ধরা হয় বরফাবৃত কুমেরু আর সুমেরুকে। মেরু অঞ্চলের জলবায়ু, তার পরিবর্তন, এবার সহজেই জানতে পারবেন বিজ্ঞানীরা। যা বিশ্বের সার্বিক জলবায়ু পরিবর্তন সম্বন্ধে পরিষ্কার ধারনা দেবে। বিশ্ব উষ্ণায়ণের ফলে ক্রমাগত মেরু অঞ্চলের বরফ গলা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের সার্বিক জলস্তর বৃদ্ধি ঘটছে। এর বড়ো ক্ষতি গোটা বিশ্বের ওপর পড়ছে ও ভবিষ্যতেও পড়বে। এই পুরো বিষয়টি কীভাবে মেরু অঞ্চলে সংঘটিত হচ্ছে তা এবার প্রতিনিয়ত নজরদারির ফলে সহজে জানতে পারবেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিউব স্যাটেলাইট বা কিউবস্যাট এবার মহাকাশে পাঠিয়েছে। নিউজিল্যান্ডের মাহিয়া থেকে এই কিউবস্যাট মহাকাশে পাঠায় নাসা।
এই কৃত্রিম উপগ্রহের মহাকাশে গিয়ে কাজ হবে ২ মেরুর উপর নজর রাখা। সুমেরু ও কুমেরুর বরফে মোড়া রাজ্যের আবহাওয়ার ওপর নজরদারি করাই এই ২ জুতোর বাক্সের আকারের কিউবস্যাট-এর কাজ। এই কৃত্রিম উপগ্রহ এটাও নজর রাখবে যে ২ মেরু অঞ্চল থেকে কতটা উত্তাপ মহাশূন্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এটাও দেখবে যে কতটা উত্তাপ গ্রহণ করছে এই অঞ্চল। একে বলা হচ্ছে প্রিফায়ার মিশন।