মানুষের অণ্ডকোষে মিলল প্লাস্টিক! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Microplastics have been found in human testicles. Now what?

The Truth of Bengal: ভয়ঙ্কর কাণ্ড! মানুষের অণ্ডকোষে মিলল প্লাস্টিক! কী অবাক হলেন? হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণায়। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কুকুর এবং মানুষের অণ্ডকোষের টিস্যু পরীক্ষা করেছেন। যার ভেতরে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক আসলে খুব ছোট প্লাস্টিকের কণা। কুকুরের তুলনায় মানুষের অণ্ডকোষে তিনগুণ বেশি মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে। কুকুরের অণ্ডকোষের প্রতি গ্রাম টিস্যুতে যেখানে ১২২.৬৩ মাইক্রোগ্রাম প্লাস্টিক পাওয়া গিয়েছে, সেখানে মানুষের
অণ্ডকোষে সেই প্লাস্টিকের পরিমাণ ছিল ৩২৯.৪৪ মাইক্রোগ্রাম। গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় অবাক চিকিৎসকরা। প্লাস্টিক দূষণ নিয়ে এখন চিন্তিত গোটা বিশ্ব। প্লাস্টিকের থাবা থেকে বাদ কোনও জায়গা। এবার মানুষের অণ্ডকোষে প্লাস্টিকের সন্ধান মেলায় বোঝা যাচ্ছে সেই দূষণ কোন পর্যায়ে পৌঁছেছে। দূষণের প্রভাব সরাসরি এবার মানুষের শরীরেও বাসা বাঁধছে। এই ঘটনা সামনে আসার পর বিজ্ঞানী ও চিকিৎসকরা চিন্তিত। কারণ এমন হলে এবার পুরুষদের প্রজনন ক্ষমতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। কমে যেতে পারে স্পার্ম কাউন্ট।
বিজ্ঞানীদের দাবি, কুকুর ও মানুষের অণ্ডকোষে মোট ১২ ধরনের প্লাস্টিক পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি আছে পলিথিন জাতীয় প্লাস্টিক। বর্তমান যুগে দেখা যাচ্ছে, বন্ধ্যাত্বের হার বেড়ে গিয়েছে। কারণ পুরুষের স্পার্ম কাউন্ট কমে গিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, অণ্ডকোষে মিশে থাকা এই প্লাস্টিকের কারণেই হয়তো পুরুষের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে। চাঞ্চল্যকর এই গবেষণাটি সম্প্রতি প্রকাশি হয়েছে ‘টক্সিকোলজিক্যাল সায়েন্স’-এ।
যারা এই গবেষণা করেছেন সেই নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান জানান, পরীক্ষা করার সময় তাঁদের মনে হয়েছিল অণ্ডকোষে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যেতে পারে। কিন্তু, সেই প্লাস্টিকের পরিমাণ দেখে তাঁরা অবাক। এখন প্রশ্ন, কীভাবে এই প্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করছে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, ‘মাইক্রোপ্লাস্টিকগুলি হৃৎপিণ্ড বা কিডনির মতো অঙ্গগুলিতে প্রবাহিত হতে পারে। মাইক্রোপ্লাস্টিকগুলি ধুলো, খাবারের পাত্র, মেক আপ এবং জলের বোতল সহ আমরা যে সব জিনিস ব্যাবহার করি তা থেকেই আসে। মুখের মাধ্যমে খাওয়া ছোট কণাগুলি অন্ত্রে প্রবাহিত হয়। তারপর রক্ত প্রবাহে প্রবেশ করে এবং ফুসফুস থেকে লিভার পর্যন্ত শরীরের সমস্ত কোণে ছড়িয়ে পড়ে। পুরুষের অণ্ডকোষে জমা হওয়া সবচেয়ে সহজ। তাই সেখানে জমা হচ্ছে প্লাস্টিক। ভয়ঙ্কর এই তথ্য সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।