ফিচার

প্রজাতন্ত্রের জন্মদিন। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের ইতিকথা….

History of Republic Day

The Truth of Bengal: দিনটা যখন ২৬ জানুয়ারি, তখন ভারতের আকাশে শুধু তেরঙ্গা আর বাতাসে দেশাত্মবোধের সুর ভেসে বেড়ায়, ভারতীয় প্রজাতন্ত্রের জন্মদিন বলে কথা। আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশকে স্বাধীন করার লড়াই থেকে নিজেদের মৌলিক অধিকারের লড়াই, এই সবকিছুই জন্ম দিয়েছে এক স্বর্ণোজ্জ্বল ইতিহাসের। হাজারো লড়াইয়ের পর ১৯৪৯ সালে ২৬ নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। তবে, তা চালু করা হয় ১৯৫০ সালে ২৬ জানুয়ারি। সেই থেকেই প্রতি বছর ২৬ জানুয়ারি পালন করা হয় ‘প্রজাতন্ত্র দিবস’। গোটা দেশে পালিত হয় প্রজাতন্ত্রের জন্মদিন। দিল্লির কর্তব্য পথে শহীদ স্মরণ, কুচকাওয়াজ। আরও নানান অনুষ্ঠান। পাশাপাশি কলকাতার রেড রোডে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুজ্জিত নানা ট্যাবলো প্রদর্শনী হয় রাজপথে। কড়া নিরাপত্তায় মোড়া থাকে কলকাতার বিভিন্ন জায়গা।

এবারে আসি জন্মদিনের ইতিকথা প্রসঙ্গে অর্থাৎ আমরা কেন এই দিনটা পালন করি, আমরা সকলেই কিঞ্চিৎ জানি। এবারে জানুন বিস্তারে…

২৬ জানুয়ারী, ১৯৫০-এ, ভারতের সংবিধান কার্যকর হয়,গড়ে ওঠে সার্বভৌম গণ-প্রজাতান্ত্রিক ভারত। দেশটিকে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি.আর. আম্বেদকর এই নথির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নিশ্চয়তা দেয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। তখন দেশটির কোনো সংবিধান ছিল না। পরে ভারতের গণপরিষদ দ্বারা সংবিধানটি তৈরি করা হয়েছিল এবং এতে ডঃ রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, বি.এন. রাউ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের অবদান ছিল। আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয়২৬শে জানুয়ারী, ১৯৫০ সালে। তাই, যখন ২৬ নভেম্বর, ১৯৪৯-এ ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, তখন জাতীয় গর্বের সাথে যুক্ত একটি দিনে এই দলিলটি উদযাপন এবং প্রয়োগ করা উপযুক্ত বলে মনে করা হয়েছিল – ২৬জানুয়ারি।

উপসংহারে বলা যায়, ১৫ আগস্ট মনে করায় ভারত স্বাধীন। আর ২৬ জানুয়ারি মনে করায় গণতান্ত্রিক ভারতের কথা। ব্রিটিশ শাসনের শৃঙ্খল ঝেড়ে ফেলে, এই ২৬শে জানুয়ারীই প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্ম উদযাপন করে। এই তারিখটি এতটাই অনন্য তাৎপর্য ধারণ করে, যা জাতির ইতিহাসে সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Related Articles