ফিচার

দূষণ কমাতে জোর দেওয়া হচ্ছে ই-ভেহিক্যালে

Emphasis is on e-vehicles to reduce pollution

The Truth of Bengal: কলকাতায় দূষণের মাত্রা কমাতে হবে। এই লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পুরসভা। যত্রতত্র আবর্জনা না ফেলার বার্তা যেমন দেওয়া হচ্ছে তেমনই জোর দেওয়া হচ্ছে ই-ভেহিক্যালের ব্যবহারের দিকেও। কলকাতা পুরসভাতে এই সমস্ত ইস্যু নিয়ে একাধিক মিটিংও হয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রেই মেয়র জানিয়েছিলেন, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে বাসিন্দাদের নীল-সবুজ পৃথক পাত্র দেওয়া হলেও তাতে বর্জ্য ঠিক ভাবে ফেলা হচ্ছে না। এ ভাবে যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশ বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে আবেদন জানান মেয়র।

অপরদিকে, জোর দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত গাড়ির দিকেও। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পুনর্বসু চৌধুরী বলেন, ‘‘গাড়ির ধোঁয়া থেকে বায়ুদূষণ হয়। ক্রমবর্ধমান গাড়ির কারণে দূষণ কমাতে ব্যাটারিচালিত যানের ব্যবহারে জোর দিতে হবে।’’

Related Articles