ফিচারভ্রমণ
Trending

সম্পর্কের বরফ গলছে! বিমান পরিষেবা বাড়াতে রাজি আমেরিকা-চীন

Antony Blinken on Aviation issue with China

Story Highlights
  • অ্যান্টনি ব্লিঙ্কেন
  • কিন গ্যাং
  • বেইজিং

The Truth of Bengal: বিমান পরিষেবা বাড়াতে রাজি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক-এ  এ বিষয়ে একমত হয়। তবে বিমানের কোনো আনুষ্ঠানিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যে বিমান পরিষেবার সংখ্যা বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফর করছেন। গত রবিবার তিনি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন ও কিন গ্যাং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মধ্যে বিমান সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। করোনা মহামারি শুরুর পর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল ন্যূনতম পর্যায়ে রয়েছে। দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বিমান সংখ্যা বাড়ানোর জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। বেইজিংয়ে অনুষ্ঠিত বর্ধিত আলোচনায় তাঁরা এ বিষয়ে একমত হন।

তবে বিমানের কোনো আনুষ্ঠানিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। করোনা মহামারি শুরুর পর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল ন্যূনতম পর্যায়ে রয়েছে।প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন।দুই দিনের চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গেও অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

 

Related Articles