বিনোদন

সুস্থ আছেন শ্রেয়স, ছাড়া পেলেন হাসপাতাল থেকে! জানালেন তার স্ত্রী

 

গত বৃহস্পতিবার আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন ‘ইকবাল’ খ্যাত অভিনেতা শ্রেয়স তলপড়ে। প্রায় ১০ মিনিটের বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায় অভিনেতার হৃদ্‌যন্ত্র। তবে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংয়ের কাজ চলছিল শ্রেয়সের। মারপিটের দৃশ্য শুট করার পর বাড়ি ফিরতেই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। এক মুহূর্ত দেরি না করেই মুম্বইয়ে পশ্চিম অন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই রাতেই অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়।

অভিনেতার স্ত্রী দীপ্তি জানান, “আমি শ্রেয়সকে সব সময় বলতাম পরমআত্মা বলে আদৌ কিছু হয় কি না। তবে এখন আমি সেই উত্তর পেয়ে গিয়েছি, ঈশ্বরই সব। শ্রেয়স আমাকে বলেছে সে দিন ঈশ্বর ওর সঙ্গে ছিল। আমি কৃতজ্ঞ। ও নতুন জীবন পেয়েছে। আর কখনও প্রশ্ন তুলব না ঈশ্বরের শক্তির।”

শ্রেয়স বাড়ি ফিরেছেন বলে তাঁর ভক্তদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। অভিনেতা নিজেও জানান, “অনেক ভালোবাসা পেয়েছি। আমি সুস্থ হয়েছি। ধন্যবাদ সবাইকে।”

তবে বাড়ি ফিরলেও কবে কাজে ফিরবেন শ্রেয়স, এখনও সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Related Articles