শাহরুখের ‘ডাঙ্কি’ পেল UA সার্টিফিকেট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতেই হুড়মুড়িয়ে বেড়ে গেল অগ্রিম বুকিংয়ের সংখ্যা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘ডাঙ্কি’ (Dunki) সেন্সর ছাড় পেয়েছে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
গত ১৫ ডিসেম্বর ছবিটি সেন্সর বোর্ডের (Censor Board) সামনে প্রদর্শিত হয়। ছবিটি দেখে বোর্ড সদস্যরা মুগ্ধ হয়েছেন। তারা ছবিটিকে U/A সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ, ছবিটি ১২ বছরের বেশি বয়সী সকল দর্শকদের জন্য উপযোগী।
ছবিটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশাল, বিক্রম খোচার, বোমান ইরানি- প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। ছবিটিতে শাহরুখ খানের চরিত্রের নাম হারডি। তিনি একজন প্রাক্তন আর্মি অফিসার। তিনি তার প্রেমিকা মান্নু এবং তার বন্ধুদের ইংল্যান্ডে নিয়ে যেতে চান। আইনিভাবে না যেতে পারায় তাদের শরণাপন্ন হতে হয় ডাংকি ফ্লাইটের। এই ফ্লাইট নেওয়ার পর তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটে তার উপরেই ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।