বিনোদন

রোহিতের মেজাজ খারাপ, কী করবে ফুলকি?

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল “ফুলকি”র নতুন পর্বে দেখা যায়, ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।

একপর্যায়ে রোহিতের রাগ চরমে পৌঁছায় এবং সে ফুলকিকে নিয়ে একটি ভাঙ্গা বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ফুলকিকে বন্দুক ঠেকায়।

রোহিতের এই আচরণে ফুলকি ভয় পেয়ে যায়। সে মা কালীর কাছে সাহায্য চায়। এমন সময় হঠাৎ করে ফুলকি একটি মানুষের গলার আওয়াজ শুনতে পায়। সে আশা করে যে, হয়তো সেই ব্যক্তি এসে তাকে বাঁচাবে।

Related Articles