বিনোদন

রোহিতের পরামর্শ না মেনে আবার বক্সিং রিংয়ে নেমে গেল ফুলকি

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে ফুলকি এবং রোহিতের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। ফুলকি বক্সিং ম্যাচে জিতলেও রোহিত তার সঙ্গে কথা বলছে না। ফুলকির আসল পরিচয় সম্পর্কে রোহিত কিছুই জানে না।

ফুলকি বক্সিং ম্যাচে লড়তে গিয়ে বিপদগ্রস্ত হয়। তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসায় ফুলকির বিপদ কিছুটা কাটে।

ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। ফুলকি বাড়ি থেকে চলে যাওয়া দেখেই রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য আবার নিজেই যায়।

রোহিত ফুলকির বাড়িতে গিয়ে তাকে বোঝায় যে, সে শুধু তার ট্রেনিংয়ে ফাঁকি দেওয়ার জন্য রাগ করেছে। সে ফুলকিকে ভালোবাসে। ফুলকি রোহিতের কথা শুনে রাজি হয় এবং বাড়ি ফিরে আসে।

ফুলকি এবং রোহিতের সম্পর্ক এখন আবারও ভালো হয়ে যায়। তবে, ফুলকির আসল পরিচয় রোহিত জানতে পারবে কিনা, তা আগামী পর্বের অপেক্ষা করতে হবে।

Related Articles